Akhilesh Yadav: ‘বিজেপির নীতি ও উদ্দেশ্য ঠিক নয়’, অখিলেশ-শাহের তুমুল বাকযুদ্ধ

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনার রেশ গড়াল বিজেপির সভাপতি নির্বাচনে পর্যন্ত। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংসদে কেন্দ্র ও বিজেপি বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক চলছে ঠিক সেই সময়েই নজর কাড়লেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অখিলেশ যাদব ও অমিত শাহের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক ঘিরেই উত্তাল হয় সংসদ।

বুধবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ওয়াকফ বিল নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপিকে উপহাস করে বলেন, “বিশ্বের বৃহত্তম দল এখনও তাদের জাতীয় সভাপতি নির্ধারণ করতে পারেনি।” তারই পাল্টা জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পাল্টা জবাবে বলেন, “আপনাদের মতো পার্টি তো মাত্র ৫ জনের মধ্যে থেকে সভাপতি বাছাই করে। তাই কোনও দেরি হয় না কখনও। আমি আপনাকে বলছি, আপনি আগামী ২৫ বছরও দলের সভাপতি থাকবেন।” বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে শাহ এদিন আরও বলেন, “কিন্তু, আমাদের একটি প্রক্রিয়ার পরে ভারতীয় জনতা পার্টির ১২-১৩ কোটি সদস্যের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে, এবং এতে সময় লাগে” অন্যদিকে এদিন ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে অখিলেশ বলেছেন, “বিজেপির নীতি ও উদ্দেশ্য ঠিক নয়। দেশের কোটি কোটি মানুষের ঘরবাড়ি ও দোকান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। যখন দেশের অধিকাংশ পার্টিই ওয়াকফ বিলের বিরোধিতা করছে, সেখানে সরকার কেন এত জোর করছে বিল পাশ করতে? এর পিছনে কী উদ্দেশ্য আছে?”

আরও পড়ুনঃ Kunal: কুণালকে তলব মুম্বই পুলিশের

প্রসঙ্গত, তীব্র বিতর্কের মধ্যেই সংসদে বুধবার ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। তিনি জানান, “আমি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) উভয় কক্ষের সদস্যদের অভিনন্দন জানাই। ২৮৪টি প্রতিনিধি দল, ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওয়াকফ বোর্ড তাদের মূল্যবান মতামত জমা দিয়েছে।” যদি সব ঠিক থাকে তাহলে বিলটি পাশ করাতে মোদী সরকারকে বিশেষ বেগ পেতে হবে না।” এই বিলের সমালোচকদের কটাক্ষ করে রিজিজু বলেন, “আমরা একটা ইতিবাচক সংস্কার আনছি, কেন এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?” কংগ্রেস সরকারকেও এদিন নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী। বিস্ফোরক দাবি করে বলেন, “এর আগে UPA সরকারের আমলে ওয়াকফ বিলের ৪০ নম্বর ধারা ভয়ঙ্কর ছিল। যে কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে দাগিয়ে দেওয়া হতো। সংসদ ভবনকেও হয়তো ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকফের হাতে সংসদ ভবনের অধিগ্রহণ আটকেছেন। ৭০ বছর ধরে ভোটব্যাঙ্কের লোভে মুসলিমদের ভুল বোঝানো হয়েছে। এখন মুসলিমরা দু’হাত ভরে আমাদের সমর্থন জানাচ্ছেন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/live/hVBITAB3UCc?si=HIb17fYg_OxKh22U