Barasat Bomb Threat: ইমেলে বোমা!জেলাশাসকের অফিসে হইচই

কলকাতা জেলা রাজ্য

শ্যামল নন্দী, বারাসাত: জেলাশাসকের মেইলে (Email) বোমাতঙ্কের (Bomb scare) হুমকি। হুমকির খবর ঘিরে সৃষ্টি আতঙ্ক। সূত্রের খবর, গত বুধবার (Wednesday) অর্থাৎ ২৬ মার্চ সকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত (Barasat) জেলা শাসকের দফতরে (District Magistrate’s Office) একটি ইমেল আসে। যেখানে বলা হয়েছিল সেখানে বোমা রাখা (Barasat Bomb Threat) রয়েছে। এই খবর শোনার পরই তীব্র উৎকণ্ঠা তৈরি হয় এবং দফতরের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন (Police administration) তৎপর হয়ে ওঠে।

আরও পড়ুন: South Dinajpur-Ram Navami: রাম পূজায় ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস!

জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ইমেলটি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বারাসত (Barasat) পুলিশ জেলার পুলিশ সুপারকে বিষয়টি জানান। এরপরই দ্রুত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং দফতরের আশপাশের এলাকা ঘিরে ফেলে। সেই সময় যারা অফিসে ঢুকছিলেন বা বেরোচ্ছিলেন তাদের চেকিং করা হয় মেটাল ডিটেক্টরের (Metal detector) মাধ্যমে। খুলে দেখা হয় ব্যাগ। অফিসের কোনায় কোনায় কার্যত চলে চিরুনি তল্লাশি।

পুলিশ কুকুরসহ ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি (Investigation) চালায় পুলিশ কুকুর। কিন্তু কোথাও থেকে কোন মেইল আসেনি বলে খবর। কে বা কারা এই মেল পাঠিয়েছে তার তদন্তে নেমেছেন বারাসাত (Barasat) থানার পুলিশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/live/kOpW1b9k1SY?si=vbR-1_BCiFVKaDYX

উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা জাদুঘরে বোমা রাখার (Barasat Bomb Threat) হুমকির একটি ইমেল পাওয়ার পর সেখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ওই সময়ে জাদুঘরে ৫০০-রও বেশি দর্শক উপস্থিত ছিলেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাদুঘরটি খালি করে দেওয়া হয় এবং প্রত্যেক দর্শকের ব্যাগ ও কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয়। ঘটনা জানার পরই পুলিশ কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে, এবং লালবাজারের বম্ব স্কোয়াডসহ বিশেষ পুলিশ কুকুরও ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া, বারাসতের হাই-সিকিউরিটি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। বোমা হুমকির (Barasat Bomb Threat) এই ঘটনায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং এলাকাটিকে ঘিরে তল্লাশি শুরু করে। যদিও শেষে, কোনো বোমার সন্ধান মেলেনি, তবুও এই ঘটনার মাধ্যমে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।