Mamata Banerjee: “কত টাকা পেলে কেন্দ্র জুমলাবাজি বন্ধ করবে”, প্রশ্ন মমতার

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: রামনবমীর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই নিত্যপ্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি (Medicine Price Hike) নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সুর চড়ালেন গরীব মানুষদের হয়ে। মোদী সরকারকে নিশানা করে বললেন কেন্দ্র সরকার গরীব মানুষদের কথা ভাবেন না। একই সঙ্গে রামনবমীর প্রসঙ্গও এদিন শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

নবান্নে বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়িয়ে বলেন সব ওষুধের দাম বৃদ্ধি করছে কেন্দ্র। স্বাস্থ্য বিমায় GST কাটা হচ্ছে। গরীব মানুষের ক্ষমতা নেই এত দামের ওষুধ কেনার।” সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী ওষুধের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিও এদিন নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, , “এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।” কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো আগামী ৪ এবং ৫ এপ্রিল ব্লকে-ব্লকে, ওয়ার্ডে-ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। জানিয়েছেন, কর্মসূচি চলবে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত। মুখ্যমন্ত্রী বলেছেন, “স্বাস্থ্যই সম্পদ। তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছি। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়।”

আরও পড়ুনঃ South Dinajpur-Ram Navami: রাম পূজায় ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস!

একধাক্কায় ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধি নিয়ে (Medicine Price Hike) কেন্দ্র সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রশ্ন করেছেন, “কত টাকা পেলে কেন্দ্র জুমলাবাজি বন্ধ করবে।” তাঁর কথায়,, “আমি শকড। মানুষ কীভাবে চিকিৎসা করাবে? এক শতাংশ মানুষ, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, শুধুই কি তাদের জন্যই সরকার চলবে? আমি এর তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/live/hVBITAB3UCc?si=HIb17fYg_OxKh22U

এদিন মুখ্যমন্ত্রী তোলেন অক্সফোর্ডের প্রসঙ্গও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিদেশে গিয়ে আমাকে প্রশ্ন শুনতে হচ্ছে আমি হিন্দু কি না৷ আমি কেন এই প্রশ্নের উত্তর দেব? গতকাল রটিয়ে দেওয়া হল আমি নাকি পদত্যাগ করেছি৷ আর কত ভুয়ো খবর ছড়াবে৷ আমরা এফআইআর-ও করেছি৷ এর আগে বাংলাদেশের ভিডিও দেখিয়ে মুর্শিদাবাদের বলে চালিয়েছে৷’ এই খবর রটানোর জন্য বিজেপি এবং বামেদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। অশান্তিতে উস্কানি দিতেই এই ধরনের ভুয়ো ভিডিও এবং খবর ছডা়নো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।