Howrah: হাওড়ায় জঞ্জালের স্তূপ , কড়া নির্দেশ নবান্নের!

জেলা

নিউজ পোল ব্যুরো: হাওড়া (Howrah) শহরের জঞ্জাল সমস্যার (Garbage Crisis) দ্রুত সমাধানের নির্দেশ দিল নবান্ন (Nabanna)। মঙ্গলবার এক জরুরি বৈঠকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া পুর কমিশনার , জেলাশাসক , পুলিশ সুপার এবং কেএমডিএ (KMDA)-র আধিকারিকরা। জেলা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং প্রয়োজনে দিন-রাত এক করে কাজ চালাতে হবে।

প্রধানত,হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ের পর থেকেই একের পর এক সঙ্কটে পুর এলাকার বাসিন্দারা। জল কষ্ট সামলে উঠতে না উঠতেই শহরের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন নিয়মিত জঞ্জাল সাফাই বন্ধ। স্বাভাবিকভাবেই, ভ্যাটগুলিতে জমছে বর্জ্যের পাহাড়। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসাবে জগাছা থানার (Jagacha Police Station) আরুপাড়ায় (Arupara) আবর্জনা ফেলার পরিকল্পনা করেছিল হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation)। তবে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের ফলে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এই সমস্যার ফলে গত দুই সপ্তাহ ধরে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা সরানোর (Garbage Removal) কাজ ব্যাহত হচ্ছে, যা জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, প্রায় ১০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অস্থায়ী পুনর্বাসনের (Temporary Rehabilitation) ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন যে, আপাতত কন্টেনার (Container) তৈরি করে থাকার ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পের আওতায় স্থায়ী বাসস্থান (Permanent Housing) প্রদান করা হবে। অস্থায়ী বাসস্থানের জন্য খিদিরপুর (Kidderpore) থেকে আনা হয়েছে নয়টি কন্টেনার, যেখানে দরজা-জানালা বসানোর কাজ প্রায় শেষ। তবে বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কন্টেনারগুলি বর্তমান বাসস্থান থেকে অনেক দূরে রাখা হয়েছে, যা দৈনন্দিন যাতায়াতের জন্য অসুবিধাজনক। এছাড়া, লোহার কন্টেনারে গরমের কারণে ওই জায়গায় বসবাস করা কঠিন হয়ে উঠবে। এক-একটি কন্টেনারে চার-পাঁচটি পরিবারকে থাকতে হবে, যা অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে। বাসিন্দাদের আরেকটি বড় উদ্বেগ হলো শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা।

আরও পড়ুন: Malda: এসি চালাতেই চমক! জেলাশাসকের বাংলোয় চরম আতঙ্ক!

সূত্রের খবর অনুযায়ী, এই পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী (Chief Minister) যথেষ্ট বিরক্ত। তিনি দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নবান্নে তলব করেন। মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, শহরের জঞ্জাল (Howrah) দ্রুত সরানোর (Waste Clearance) ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সমস্যার দ্রুত সমাধান করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত কর্মী নিয়োগ করে (Additional Workforce Deployment) দিন-রাত কাজ চালাতে হবে। প্রশাসনে সূত্রের খবর, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে এবং শহরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। প্রয়োজনে অতিরিক্ত কর্মী নিয়োগ করে দিন-রাত কাজ চালাতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT