Lalu Prasad Yadav: দিল্লি AIIMS-এর কার্ডিও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: দিল্লি এইমস-এ (AIIMS-Delhi)ভর্তি আরজেডি (RJD) প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বুধবার বিহারের (bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (EX CM) দিল্লি এইমস-এ ভর্তি করা হয়েছে। ৭৬ বছর বয়সী রাজনীতিবিদকে এইমস-এর কার্ডিওলজির অধ্যাপক ডাঃ রাকেশ যাদবের অধীনে কার্ডিও-নিউরো সেন্টারের কার্ডিও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (Cardio Critical Care Unit) ভর্তি করা হয়েছে।

সূত্র জানিয়েছে বুধবার চিকিৎসার জন্য আরজেডি সভাপতি দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। পাটনার একটি হাসপাতালে কিছুক্ষণ ভর্তি থাকার পর রাত ৯.৩৫ টার দিকে তাঁকে চিকিৎসার জন্য দিল্লি এইমস-এ আনা হয়। লালু প্রসাদ যাদবের ছেলে তথা আরজেডি নেতা তেজস্বী যাদব পাটনায় সাংবাদিকদের জানিয়েছেন তাঁর বাবার পিঠে এবং বাহুতে ঘা হয়েছে। তারই অস্ত্রোপচার দিল্লিতে হতে পারে। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তাঁর বাবার অবস্থার কথা জানাতে গিয়ে বলেছেন, “লালুজি দুপুরে দিল্লির উদ্দেশ্যে ফ্লাইটে ওঠার জন্য বিমানবন্দরে পৌঁছেছিলেন। আমার মা রাবড়ি দেবী তাঁর সঙ্গে আছেন। রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার পর আমরা তাকে দ্রুত পারস হাসপাতালে নিয়ে যাই। তাঁকে জরুরি বিভাগে রাখা হয়েছিল যেখানে শিরাপথে চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। তিনি জানতে চেয়েছিলেন যে তিনি কি এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি যেতে পারবেন। আমরা তাঁকে যেতে বলেছিলাম।” বিহার বিধানসভার বিরোধীদলনেতা বলেন, “আমার বাবা একজন সাহসী মানুষ। তিনি একটি সাধারণ বিমানে ভ্রমণ যাত্রা বেছে নেন।”

আরও পড়ুনঃ Air Force fighter jet: ভেঙে পড়ে টুকরো টুকরো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, কেমন আছেন পাইলটরা

তবে আরজেডি নেতা তেজস্বী যাদব স্বীকার করেছেন যে তাঁর পরিবার অসুস্থ সত্তরোর্ধ বাবার শরীরের জন্য উদ্বিগ্ন। লালুপ্রসাদ বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং তার হৃদরোগ ও কিডনি প্রতিস্থাপনও হয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) এবং স্বাস্থ্যগত কারণে তিনি বেশ কয়েক বছর ধরে জামিনে আছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr