নিউজ পোল ব্যুরো: বুধবার রাতে গুজরাটের জামনগরে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার (Indian Air force) একটি জাগুয়ার যুদ্ধবিমান (Jaguar fighter jet)। একজন পাইলটকে আহত অবস্থায় হাপাতালে ভর্তি করা হলেও অপর পাইলটের খোঁজ মিলছিল না। সেই ভয়াবহ দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে এব অন্য পাইলট হাসপাতালে চিকিৎসাধীন। ভারতীয় বিমানবাহিনী (IAF) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
পাইলটের মৃত্যুর খবর শেয়ার করে IAF লিখেছে: “প্রাণহানির জন্য IAF গভীরভাবে শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।”আরও জানানো হয়েছে, “পাইলটরা যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে বিমানঘাঁটি এবং স্থানীয় জনগণের ক্ষতি এড়াতে বিমান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।”
দুর্ঘটনার আগে একজন পাইলট নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করতে পারলেও অপরজন বিমানের ভিতর থেকে নিজেকে বের করতে পারেননি। এই তথ্য জানানো হয়েছে। বুধবার গুজরাটের জামনগরে ( Gujarat’s Jamnagar) বিমান বাহিনীর (Indian Air force) জাগুয়ার যুদ্ধবিমান ( Jaguar aircraft ) ভেঙে পড়ে বলেই খবর। জেলা পুলিশ সুপার প্রেমসুখ দেলু জানিয়েছেন, “বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর আগুন ধরে যায়। পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পাইলটের সন্ধান শুরু করে।” স্থানীয়রা যুদ্ধবিমান ভেঙে পড়ার পরেই ঘটনাস্থলে জড়ো হয়েছিল এবং আহত পাইলটকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে। দুর্ঘটনাস্থল থেকে ২৬ সেকেন্ডের একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ পোল বাংলা) সামনে এসেছে। ভিডিওতে, এলাকাটি আগুন এবং ধোঁয়ায় আচ্ছন্ন হতে দেখা যাচ্ছে। একজন ব্যক্তিকে গুজরাটি ভাষায় কথা বলতে শোনা গিয়েছে যিনি ফায়ার ব্রিগেডকে খবর দিতে বলছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr