নিউজ পোল ব্যুরো: মদের আসরে (Alcohol Party) ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে এক যুবককে। সোনারপুর থানার অন্তর্গত (Sonarpur Police Station) রাজপুর-সোনারপুর (Sonarpur) পুরসভার (Rajpur-Sonarpur Municipality) ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। ইতিমধ্যেই বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার (Arrested) করেছে সোনারপুর থানার পুলিশ। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। মৃত যুবকের নাম বিশাল সাউ (Vishal Sau), বয়স ২৫ বছর। পেশায় তিনি ছাতু বিক্রেতা (Chatu Seller)। বছর খানেক আগে তার বিয়ে হয়েছিল। বাড়িতে রয়েছেন স্ত্রী এবং আড়াই মাসের সন্তান (Newborn Child)। পরিবার সূত্রে খবর, সোমবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ তাকে ফোন করে ডেকে পাঠায় বন্ধুরা। এরপর আকাশ পাইক (Akash Paik) নামে এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। স্ত্রী বাধা দিলেও বিশাল বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায়।
আরও পড়ুন:- Dilip Ghosh : “ওদের উৎসব তো গিয়েছে! নেত্রী নামাজ পড়লেন!” রাম নবমী নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের
আকাশ ছাড়াও রাকেশ (Rakesh) ও রাহুল (Rahul) নামে আরও দুই বন্ধু সেখানে উপস্থিত ছিল। সুভাষপল্লির মাঠে (Subhas Pally Ground) তারা মদের আসর বসিয়েছিলেন। অভিযোগ, মদ্যপানের মাঝে কোনও কারণে বিশালের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং তাকে মারধর করে ফেলে রেখে চলে যায় তার বন্ধুরা। মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ বিশালের পরিবার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতাল (Sonarpur Rural Hospital) নিয়ে যাওয়া হয়। পরে চিত্তরঞ্জন হাসপাতাল (Chittaranjan Hospital) স্থানান্তর করা হলে, সেখানেই ভোররাতে তার মৃত্যু হয় (Death on Arrival)। ঘটনার পর বিশালের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় (Sonarpur)। তদন্তে নেমে পুলিশ আকাশ, রাকেশ ও রাহুলকে গ্রেফতার করেছে। তবে কী কারণে বিশালকে হত্যা করা হল, তা এখনও স্পষ্ট নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
তদন্তকারীরা (Investigators) ধৃতদের জিজ্ঞাসাবাদ (Interrogation) চালিয়ে হত্যার প্রকৃত কারণ (Sonarpur) জানার চেষ্টা করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।