Mamata Banerjee: ‘বিশ্বাস করি BJP-CPIM এটা করিয়েছে’, চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন মমতা

breakingnews কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ২৬ হাজার জনের চাকরি বাতিল (SSC Recruitment Scam) নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন থেকেই এদিন সাংবাদিকদ বৈঠক করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, “বিচারব্যবস্থাকে সম্মান করি। রায় মানতে পারছি না।” সেই সঙ্গেই এই ঘটনার জন্য একযোগে বিজেপি এবং সিপিআইএম-কে নিশানা করেছেন। বলেছেন, “বিশ্বাস করি বিজেপি-সিপিআইএম এটা করিয়েছে।”

সাংবাদিক সম্মেলনের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, “আজকের সুপ্রিম কোর্টের রায় আমি পড়ে দেখলাম। বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। বিচারপতিদের সম্মান করি। দেশের নাগরিক হিসেবে বিচারপতিকে শ্রদ্ধা জানিয়েই বলছি, এই রায় মেনে নিতে পারছি না।” রায়ের কিছু অংশ এদিন পড়েও শোনান মুখ্যমন্ত্রী। তার পরেই তিনি বিজেপিকে নিশানা করেন। বলেন, “আমাদের স্টাডি করতে দিলে খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার তো একটা সুযোগ দেওয়া উচিত। শিক্ষা ব্যবস্থাকে কোলাপ্স করিয়ে দেওয়া কি বিজেপি সরকারে টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করা হবে?” বাংলাকে কেন্দ্র সরকার টার্গেট করছে বলেও প্রকাশ্যে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন মধ্যপ্রদেশের ঘটনা নিয়েও। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, “আমি এবার একটা রাজনৈতিক কথা বলছি। মধ্যপ্রদেশের ব্যাপম মামলায় কী হয়েছে? ৫০ জনকে খুন করা হয়েছে? কী শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তো জেলে রেখে দিয়েছে।”

আরও পড়ুনঃ Nabanna: ২৬ হাজার জনের চাকরি বাতিলের পরেই নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মমতা

একই সঙ্গে আইনজীবী তথা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya )-কে নিশানা করে বলেন, “বিকাশবাবুর নোবেল পুরস্কার পাওয়া উচিত। উনি বৃহত্তম আইনজীবী আমি সুপারিশ করব।” বাদ দেননি বামদের সরকারকেও। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেছেন, “যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে ১১৬১০ জন ক্লাস নাইন-টেনে পড়াতেন। ৫৫৯৬ জন ইলেভেন- টুয়েলভে পড়াতেন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে খাতা দেখছে। কে পড়াবে ? সামনে পরীক্ষা। কী করে সেই পরীক্ষা নেওয়া হবে? কোলাপ্স করতে চাইছে সিপিএম। সিপিএম তো চিরকুটে চাকরি দিতেন। তার তো তদন্ত হয় না?” মমতার প্রশ্ন, “২৫ হাজার শিক্ষক যদি পড়াতে না পারে তাহলে চিকিৎসক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা? শিক্ষার মান দমিয়ে দিতে চাইছেন না তো? বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ না দিয়ে দমিয়ে দিচ্ছেন না তো? মুখ্যমন্ত্রীর কথায়, “আমি ভুলও হতে পারি। একজন বিচারকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর যদি তাঁকে শুধু বদলি করা হয়। তাহলে আমাদের শিক্ষকদেরও বদলি করতে পারত।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr