Jalpaiguri-Ram Navami: নির্দেশ অমান্য করে রামনবমী উদযাপন!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সামনেই রামনবমী। আর তার আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে রামনবমী (Jalpaiguri-Ram Navami) উপলক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল (TMC) নেত্রী তথা স্থানীয় কাউন্সিলর (Local Councilor) পৌষালী দাসের নেতৃত্বে শহরের ২৫ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া এলাকায় রামনবমী (Jalpaiguri-Ram Navami) উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। তবে, রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ নেতা রাজিব বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বার্তা অনুযায়ী, রামনবমী (Jalpaiguri-Ram Navami) দিনটি সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, “রাস্তায় নামার কোনো প্রয়োজন নেই, সবাই বাড়িতে বসে ধর্মীয় কাজ পালন করুন।”

আরও পড়ুন: WBBSE: টেস্টে পাশ না করেও উচ্চ মাধ্যমিক? নতুন নিয়মে মিলবে দ্বিতীয় সুযোগ!

কিন্তু তার পরেও পৌষালী দাস এবং তৃণমূলের (TMC) যুব নেতা দীপঙ্কর ঝা রামনবী উদযাপনের প্রস্তুতি নিতে ব্যস্ত। শহরের ২৫ নম্বর ওয়ার্ডে হনুমান মন্দিরের (Hanuman Temple) সামনে একটি বিশাল প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এলাকাজুড়ে ফেস্টুন (Festun) লাগানোর কাজ চলছে। যার মধ্যে লেখা রয়েছে, “রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় সপরিবারে উপস্থিতি একান্তভাবে কাম্য।”

বাড়ি বাড়ি গিয়ে এই শোভাযাত্রার নিমন্ত্রণপত্র বিলি করছে তৃণমূল (TMC) নেতৃত্ব। কাউন্সিলর পৌষালী দাস জানিয়েছেন, তিনি রাজিব বন্দ্যোপাধ্যায়ের বার্তা সত্ত্বেও এই উদযাপনটি বন্ধ করবেন না। তিনি বলেন, “রামনবমী পালন আমাদের অধিকার এবং ধর্ম পালন করতে গেলে বাড়িতে বসে থাকাটা যুক্তিসংগত নয়। আমরা সবাই হিন্দু, রাম তো কারোর সম্পত্তি নয়। আগামী বছর আরও বড় আকারে এই উৎসব উদযাপন করব।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtu.be/X-JGz5VbS4Q

তৃণমূলের যুব নেতা দীপঙ্কর ঝাও বলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতামত ভুল। রামনবমী উদযাপন রাস্তায় হবে এবং আমাদের ওয়ার্ডে পূজা অনুষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমরা এই ধর্মীয় উৎসবটি সুষ্ঠুভাবে পালন করতে বদ্ধপরিকর। বিজেপি (BJP) ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।”

এভাবে জলপাইগুড়ির (Jalpaiguri) রামনবমী উদযাপন নিয়ে তৃণমূল (TMC) নেতাদের প্রস্তুতি চলছে। তবে তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব এবং বিভক্তি স্পষ্ট।