নিউজ পোল ব্যুরো: এসটিএফের অভিযানে ফের চোরাকারবারি গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনাটি হাওড়া রেলস্টেশনের ঘটনা। সূত্রের খবর, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF Kolkata Police) সম্প্রতি একটি অভিযান চালিয়ে হাওড়া রেলস্টেশন (Howrah Station) থেকে এক কুখ্যাত অস্ত্র চোরাকারবারিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম এখনও প্রকাশ করা না হলেও, জানা গিয়েছে তিনি মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হাওড়া স্টেশনে অভিযান চালায় এসটিএফের দল। তখনই ধৃত ব্যক্তি চেন্নাই (Chennai) পালানোর চেষ্টা করছিল। সেই মুহূর্তেই তাকে হাতেনাতে ধরে ফেলেন অফিসাররা। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি একটি অস্ত্র পাচারের চক্রের সঙ্গে সরাসরি যুক্ত এবং তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এসটিএফ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনের (Arms Act) অধীনে মামলা রুজু করা হয়েছে। এই ব্যক্তি একটি পুরনো মামলার মূল অভিযুক্ত, যা এসটিএফ থানায় নথিভুক্ত ছিল। পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন:Saturday Weather: এপ্রিলেই আবহাওয়ার মুড সুইং!
গ্রেফতারির সময় ধৃতের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম ‘ইম্প্রোভাইজড’ পিস্তল (Improvised Pistol), একটি ম্যাগাজিন (Magazine), এবং ১০ রাউন্ড ৭.৬৫ এমএম ‘লাইভ কার্টিজ’ (Live Cartridges) উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো অবৈধভাবে দেশের অন্য রাজ্যে পাচার হওয়ার পরিকল্পনা ছিল, ধৃত ব্যক্তি একজন বড় অস্ত্র সরবরাহকারী বলেই অনুমান করছে পুলিশ (Howrah Station)। এই ঘটনার পর, এসটিএফ এখন এই চক্রের পিছনে থাকা অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। গোটা চক্রটি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে বলেও অনুমান করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে এসটিএফ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT