SSC Verdic: ‘আর প্রতিশ্রুতি নয়’, নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের একাংশের

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক নির্দেশের চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। যোগ্য-অযোগ্য কারা তা খুঁজে বের করতে না পারার কারণে ২০২৬ সালের এসএসসি-এর (SSC Verdic) গোটা প্যানেলই বাতিল করা হয়েছে। এতেই রাজ্যজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। যোগ্যদের একটাই প্রশ্ন তাঁদের ঠিক কি অপরাধ ছিল। যা নিয়ে বঙ্গ রাজনীতিতেও ঝড় উঠেছে। এই আবহেই এবার পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐকমঞ্চ করল সাংবাদিক সম্মেলন। সেখান থেকেই তাঁরা দিলেন নবান্ন (nabanna) অভিযানের ডাক।

চাকরিহারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবেদন জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। মুখ্যমন্ত্রী আশ্বাসও দিয়েছেন। জানিয়েছেন, আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশেও যোগ দেবেন। তার মধ্যেই শনিবার সাংবাদিক বৈঠক করল ‘চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ঐক্যমঞ্চ’। সেখান থেকে তাঁরা বলেছেন, “১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা দিলাম তা না হলে ২১ এপ্রিল নবান্ন অভিযান। সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষ সবাইকে আমন্ত্রন জানাচ্ছি। সৌরভ গাঙ্গুলিকে পার্সোনালি আপনারা আমন্ত্রন জানাবো‌ তার সঙ্গে মুখ্যমন্ত্রী অনেক ভালো সম্পর্ক দেখেছি। তিনি যেন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন। এই ৭ দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং আমাদের দাবি নিয়ে শুষ্ঠ সমাধান হলে ২১ তারিখ আমরা কর্মসূচি বাতিল করবো নাহলে আমরা নবান্ন অভিযান করবো । ১২ টি সংগঠন একত্রিত হয়েছি আমরা। আমরা শান্তি পূর্ণ আন্দোলন করবো‌ কিন্তু কোন যদি ঝামেলা হয় তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে । পুলিশ প্রশাসন কেউ অনুরোধ করব আমাদের সঙ্গে আসুন যোগদান করুন আন্দোলনে। দুপুর ১২ টায় জমায়েত সাঁতরাগাছি এবং কলেজ স্কোয়ার থেকে মিছিল হবে।”

আরও পড়ুনঃ Ram Navami: শোভাযাত্রার বিশৃঙ্খলা রুখতে পুলিশের নজরদারি

তাঁরা আরও বলেছেন, তাঁরা বলেন, “আর প্রতিশ্রুতি নয়। আলোচনায় বসে সমস্যা সমাধান করে দিন। আগামী ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের মধ্যে নবান্নের সভাঘরে বৈঠক করুন। ওই বৈঠকে বসে সমস্যা সমাধান করুন।” ২০১৬-র এসএসসি প্যানেলের মামলা চলছিল দীর্ঘদিন ধরেই। গত ৩ এপ্রিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না চূড়ান্ত রায় শোনান তিনি। তিনি জানান কলকাতা হাইকোর্টের রায়ই হহাল থাকছে, বাতিল করেন ২৫,৭৫২ হাজার চাকরি। তার পরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বলেন এক সঙ্গে শিক্ষকের চাকরি বাতিল (SSC Verdic) করা হলে বাংলার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়তে পারে। পাশাপাশি ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশে যোগ দেওয়ার কথা বলেন। পাল্টা ওই দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suevndu adhikari) বিজেপির (BJP) কর্মসূচী ঘোষণা করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT