নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ ডিজিটাল মিডিয়ার যুগে বর্তমানে অনলাইনে আসক্ততা বেড়েই চলেছে দিনদিন। অনলাইন ট্রানজেকশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বার্তালাভ সবটাই যেন প্রতিনিয়ত আরও বেশি করে আসক্ত করছে মানুষকে, আরো বেশি বেড়েই চলেছে ব্যাবহার। তেমনই সে সঙ্গেই বেড়ে চলেছে অপব্যাবহারও। ডিজিটালের দৌলতে প্রতিনিয়ত বেড়ে চলেছে সাইবার ক্রাইমও। তাই এবার সাইবার ক্রাইম থেকে মানুষকে সচেতন করতে নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এবার থেকে কার্টুন দেখিয়েই সচেতন করা হবে মানুষকে। মঙ্গলবার বৈঠক করে বার্তা দেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার লোককে রাজ্য সরকারের এই উদ্যোগ। এবার থেকে অ্যাওয়ারনেস বা জনসচেতনতা গড়ে তোলার কাজ শুরু করছে রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ।
কার্টুনের মাধ্যমে বোঝানো হবে ক্রাইম। আজ মঙ্গলবার রাজ্য বিধানসভায় সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় তুলে ধরেন বিষয়টিকে। বাবুলের কথায়, মানুষ যদি সচেতন হয়ে ওঠেন তাহলেই একাউন্ট লুট হওয়া আটকানো সম্ভব। তাহলে সাইবার ক্রাইমের পাল্লায় পড়ে আর কোনও মানুষকে ব্যাংক অ্যাকাউন্টের টাকা হওয়াতে হবে না। কাউকে টাকা পেমেন্ট করতে গিয়ে সেই টাকা হারাতেও হবে না। সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখা যাবে সেটাই কার্টুন পত্রিকার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে শীঘ্রই। এর পাশাপাশি কলকাতা ও রাজ্য পুলিশের সাইবার বিভাগকে আরো উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য এদিন সাইবার এক্সপার্টদের মাধ্যমে প্রায় তিন হাজার পুলিশ কর্মীকে এ বিষয়ে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও এদিন জানালেন বাবুল সুপ্রিয়।