নিউজ পোল ব্যুরো: রাত পোহালেই রামনবমী (Ram Navami)। নদীয়ার রানাঘাট থানার অন্তর্গত ফ্রেন্ডস ক্লাবের মাঠে রামনবমী উদযাপন কমিটির তরফে প্রতিবছরের মতই রাম রঘুনাথের পুজোর আয়োজন করা হয়। শনিবার সেখানেই উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রানাঘাট সাংসদ এবং নদীয়ার একাধিক বিজেপি বিধায়করা। রামনবমী উদযাপনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রামনবমীর প্রস্তুতি অনুষ্ঠানে এসে রাজ্যের তৃণমূল নেত্রীকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বললেন, “মমতা হিন্দু বিরোধী সরকার। সেই কারণে হিন্দুকে নোংরা ধর্ম বলছেন। তার কারণ মমতা বলেছেন হিন্দু একটি গান্ধা ধর্ম। তারমানে হিন্দু একটি নোংরা ধর্ম। মোথাবাড়িতে হয়েছে, এখানে হতেও বেশি সময় লাগবে না। তাই সকল হিন্দুরা ঐক্যবদ্ধ হন। ফোন আসলে হ্যালো বলবেন না বলুন জয় শ্রীরাম। সকল হিন্দুকে বলব এই হিন্দু বিরোধী সরকারকে উপড়ে ফেলতে হবে।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “দয়া করে আগামীকাল রামনবমীতে কেউ চুলকাতে আসবেন না। তার কারণ সকলেই শান্তিপূর্ণভাবেই মিছিল করবে।” তাঁর কথায়, “মমতা সরকারের সঙ্গে সরাসরি লড়াই রাজ্যের হিন্দু সমাজের। হিন্দু জাগরণ মঞ্চের ছেলেদের নোটিশ পাঠাচ্ছে রাজ্য প্রশাসন। বিজেপির যুবসংসেবকদের বন্ড সই করানো হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে কিছু হলে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একটা কথাই বলবো এই সরকারকে উপড়ে ফেলতে হবে। “এর পরেই এসএসসি দুর্নীতি নিয়েও মুখ খোলেন শুভেন্দু। বোমা ফাটিয়ে বলেন, “সারোদার নথিগুলো যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, অভয়া মৃতদেহ যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল ঠিক তেমনি এসএসসির যে নথি রয়েছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুনঃ Suvendu Adhikari : মমতার গড়ে রাম নবমীর বিরাট মিছিল বিজেপির! শুভেন্দু থাকছেন কি?
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো রামনবমী (Ram Navami) নিয়ে ইতিমধ্যেই রাজ্যপুলিশের পক্ষ থেকে সকলকে সতর্ক করা হয়েছে। কোনও রকম অশান্তি বা প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সূত্রের খবর, রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতার সপ্তাহভর ঠাসা কর্মসূচি রয়েছে। আগামী এক সপ্তাহ ধরে রাম নবমী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে তাঁর। তবে রবিবার ভবানীপুরে মমতার গড়ে বিজেপির মিছিলে সশরীরে সম্ভবত উপস্থিত থাকবেন না তিনি। এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাম নবমী উপলক্ষ্যে তাঁর পূর্ণাঙ্গ কর্মসূচি যেন আগেভাগেই প্রকাশ না করা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr