নিউজ পোল ব্যুরো: রাম নবমী উপলক্ষ্যে উৎসবের আবহ গোটা বাংলা জুড়েই। শুধু বিরোধী বিজেপি (BJP) নয়। এই উৎসবে শামিল হয়েছে শাসক তৃণমূলও (TMC)। গোটা রাজ্যেই দেখা যাচ্ছে সেই ছবি। একইভাবে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নেতৃত্বে বোলপুর শহরেও রাজনীতির সঙ্গে ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়ে রাম নবমী পালন করল শাসকদল।
আরও পড়ুনঃBJP: বিজেপি কর্মীকে প্রকাশ্য গুলি, নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র?
রাম নবমীর বিকেলে বোলপুর (Bolpur) ছিল রীতিমত উৎসবমুখর। রবিবার বিকেলে
শহরের রেল ময়দানে রাম নবমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করল তৃণমূল কংগ্রেস (TMC Bolpur)। এই শোভাযাত্রায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ছাড়াও ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha) ও বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ (Parna Ghosh)।

মিছিল শুরু হয় রেল ময়দান থেকে। এরপর তা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। এদিন বিভিন্ন ধর্মীয় সংগীত, ঢাক, উলুধ্বনি এবং রাম নাম সংকীর্তনে মুখর ছিল গোটা এলাকা। অগণিত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই শোভাযাত্রায়। রামনবমী উপলক্ষ্যে বোলপুর যেন উৎসবে ভেসে যায় (Ram Navami Celebration in West Bengal)।

তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) শোভাযাত্রা শেষে বলেন, “গোটা বীরভূম জুড়ে আজ শান্তিপূর্ণভাবে রামনবমী পালন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাইকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “রামের জন্মদিন (Lord Ram Birthday) হল শুভ ও পবিত্র এক উপলক্ষ। এই দিনে আমরা চাই মানুষ যেন একে অপরের পাশে থাকে, কোনও হানাহানি বা দ্বন্দ্ব না হয়। সম্প্রীতি ও ভালোবাসাই হোক মূল বার্তা।” তৃণমূলের এই শোভাযাত্রার উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য ছিল না। বরং ধর্মীয় উৎসবকে সামনে রেখে সম্প্রীতির বার্তা ছড়ানোর একটি উদ্যোগ। শহর জুড়ে ছিল নিরাপত্তার কড়া নজরদারি, মোতায়েন ছিল প্রচুর পুলিশ কর্মী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT