নিউজ পোল ব্যুরো: রাম নবমীতেও (Ram Navami) কাজল শেখের (Kajal Sheikh) সঙ্গে দূরত্ব বজায় রাখলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রাম নবমীকে কেন্দ্র করে বিরোধী বিজেপিকে টেক্কা দিতে পথে নেমে পড়েছে শাসক শিবিরও। রবিবার রাম নবমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছ তৃণমূল (TMC)। একই ছবি ধরা পড়েছে বীরভূমেও (Birbhum)। তবে এসবের মাঝেও কেষ্ট রইলেন কেষ্টতেই। কাজল শেখের কার্যকলাপ প্রসঙ্গে এদিন তাঁর মন্তব্য আরও একবার উস্কে দিচ্ছে জল্পনা।
আরও পড়ুনঃ Ram Navami 2025: ধর্ম বনাম রাজনীতি! কোন দিকে ঝুঁকছে বঙ্গ?
রবিবাসরীয় রাম নবমীতে গোটা বীরভূম জেলাই ছিল উৎসবমুখর। এদিন সকালে সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Roy) নেতৃত্বে সিউড়িতে মিছিল করে তৃণমূল। তবে এরপর দুপুর গড়াতেই বীরভূমের কসবা এলাকার একটি মন্দিরে যে ছবি ধরা পড়েছে তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। রাম নবমী উপলক্ষ্যে বিজেপির অস্ত্র মিছিল নিয়ে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। আর এই আবহেই কসবার ওই মন্দিরে ত্রিশূল হাতে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে।

ত্রিশূল নিয়ে মিছিলে হাঁটেন তৃণমূল নেতা। এই সময় নিজেই জানিয়েছেন যে মন্দির কর্তৃপক্ষের তরফে ওই ত্রিশূল উপহার দেওয়া হয়েছে তাঁকে। তাঁর কথায়, “উৎসব সবার। তাই আমিও রাম নবমীতে যোগ দিলাম।” জানা গিয়েছে, শুধু ত্রিশূল হাতে মিছিলে হাঁটাই নয়, পাশাপাশি এদিন মন্দিরে নিজের হাতে ভোগ পরিবেশনও করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি।

কথায়, বলে ওস্তাদের মার শেষ রাতে। কাজল যেখানে ত্রিশূল হাতে পথে নেমেছেন, সেখানে কেষ্ট চুপচাপ ঘরে বসে থাকবেন তা কি হতে পারে? রাত অবধি অপেক্ষা করতে হয়নি। ওস্তাদের মারটা বিকেলেই দিয়ে দেন অনুব্রত (Anubrata Mondal)। যদিও দুপুর পর্যন্ত তিনি ঘরেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে বিকেল গড়াতেই অনুব্রতর নেতৃত্বে বোলপুরের রেল ময়দানেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে তৃণমূল। যে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Sinha) এবং বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ (Parna Ghosh)।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
মিছিল শুরু হয় রেল ময়দান থেকে। এরপর তা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। এদিন বিভিন্ন ধর্মীয় সংগীত, ঢাক, উলুধ্বনি এবং রামনাম সংকীর্তনে মুখর ছিল গোটা এলাকা। এই মিছিল থেকেই আরও একবার কাজল শেখের সঙ্গে নিজের দূরত্বটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। ত্রিশূল হাতে কাজল শেখের মিছিলে হাঁটা নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গটি সযত্নে এড়িয়ে গিয়ে অনুব্রত (Anubrata Mondal) বলেন, “এসব আমি জানি না। তবে সারা জেলাতেই ভাল মিছিল হয়েছে। কোথাও কোনও অশান্তির খবর নেই।”