নিউজ পোল ব্যুরো: ফের শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident in Kolkata)। সল্টলেক থেকে চিংড়িঘাটা যাওয়ার রাস্তায় ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি। মৃত্যু হয়েছে এক বাইক আরোহী যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সল্টলেকের RA মার্কেটে সামনে একটি বাইককে ধাক্কা মারে একটি বাস। তাতেই মৃত্যু হয় বাইক আরোহীর।
সূত্রের খবর, বাসটি সল্টলেক থেকে চিংড়িঘাটার দিক থেকে যাচ্ছিল। সেই সময় আরে মার্কেটের সামনে দিয়ে বাইকটির মেইন রোডে ওঠে। সেই সময়েই একটি বাস বাইকটিকে ধাক্কা মারে। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাইক আরোহী যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। দুর্ঘটনার পরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা হয়। দুর্ঘটনা রুখতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। দুর্ঘটনার কারনে ওই রাস্তায় যানজটও হয়।
আরও পড়ুনঃ Calcutta High Court: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন
গত ৫ তারিখে বেপরোয়া বাসের গতি কেড়েছিল প্রাণ (Road Accident in Kolkata)। শনিবার সকালে সল্টলেকের ওয়েবেল মোড়ে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনায় (Saltlake Accident) মৃত্যু হয় ২৫ বছরের এক তথ্যপ্রযুক্তি কর্মীর। মৃত তরুণীর নাম রজনী মাহাতো। বাড়ি ধাপা মাঠপুকুর এলাকায়। তিনি একটি বেসরকারি অ্যাপ সংস্থায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি-বারাসাত রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রজনীকে। সেই মুহূর্তে তিনি রাস্তা পার করছিলেন। ঠিক তখনই বাসের পিছনের চাকা চলে যায় তার মাথার উপর দিয়ে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয় না। হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শহরে এই বেপরোয়া বাসের গতি নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT