নিউজ পোল ব্যুরো: শহরের রাস্তায় প্রকাশ্য দিবালোকে এক যুবতীকে যৌন হেনস্থা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) বিটিএম লেআউট এলাকার একটি গলিতে। এক যুবতীকে শারীরিকভাবে হেনস্থার (molestation in public) ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে।
সূত্রের খবর, সিসিটিভি (CCTV footage) ফুটেজে ধরা পড়েছে, দুই যুবতী ভয়ে ভয়ে হাঁটছেন একটি নির্জন গলির ভিতর দিয়ে। ঠিক তখনই পিছন থেকে এক ব্যক্তি আচমকা তাদের পিছনে এসে এক যুবতীর গায়ে জোর করে হাত দেন (sexual harassment)। ভীত-সন্ত্রস্ত যুবতীরা নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি মুহূর্তের মধ্যে পালিয়ে যায় (accused escapes scene)। সোশ্যাল মিডিয়ায় (viral video on social media) আগুনের মতো ছড়িয়ে পড়েছে ওই হামলার ভিডিও। সাধারণ মানুষ ক্ষুব্ধ, নারীদের সুরক্ষায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।
আরও পড়ুন: CESC: তৃণমূলের ফান্ডে ১৮ কোটি, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে বড় অভিযোগ
ভিডিও দেখার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন,”বেঙ্গালুরুর মতো বড় শহরে এই ধরনের ঘটনা ঘটতেই পারে।” তবে পরিস্থিতি সামাল দিতে তিনি বলেন, প্রতিদিন পুলিশ কমিশনারকে সতর্ক থাকতে বলেন তিনি। শহরের সমস্ত এলাকায় পেট্রোলিং (patrolling) এবং নজরদারি (surveillance) চালাতে নির্দেশ দেন। এমন ঘটনা ঘটলে মানুষের নজরে তো আসবেই। পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে। শহর বড় হওয়ায় কিছু ঘটনা হতেই পারে, তবে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দেখুন ভাইরাল ভিডিওটিঃ https://x.com/east_bengaluru/status/1909108680521637999?t=WzMirimu4NWz3aWZIWhTRA&s=19
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত নিগৃহীত মহিলা কোনও অভিযোগ দায়ের করেননি (no FIR by the victim)। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে (suo motu case filed)। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তবে সিসিটিভি (Bengaluru) ফুটেজের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT