নিউজ পোল ব্যুরো: এমনিতেই বাজারে জিনিসপত্রের যা দাম তাতে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। সঞ্চয়ের বদলে বাড়ছে বাড়ছে খরচা। এই আবহেই ফের একবার মধ্যবিত্তের পকেটে টানা পড়তে চলেছে। একলাফে দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের (Cooking Gas)। পেট্রল-ডিজেলের পর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে (Price Hike) মাথায় হাত আম জনতার।
সোমবার কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, রান্নার গ্যাস বা ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫০ টাকা বাড়ানো হয়েছে। ভর্তুকিপ্রাপ্ত এবং সাধারণ উভয় শ্রেণীর গ্রাহকদের জন্যই এই দাম বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “উজ্জ্বলা গ্রাহকদের জন্য ১৪.২ কেজি এলপিজির দাম ৫০০ থেকে ৫৫০ এবং যারা উজ্জ্বলা গ্রাহক নন তাদের জন্য ৮০৩ থেকে ৮৫৩ টাকা বাড়ানো হবে।” তবে গত সপ্তাহে, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে। মূল্য সংশোধনের ফলে রেস্তোরাঁ, হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে যারা দৈনন্দিন কাজে এই সিলিন্ডার ব্যবহার করে। কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা থেকে বেড়ে হল ৮৭৯ টাকা।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: CBI-এর জন্য বর্তমানে চাকরিহারারা কোন কাজ করতে পারছেন, জানালেন শুভেন্দু
এই প্রসঙ্গে উল্লেখ্য, রান্নার গ্যাসের (Cooking Gas) দাম বৃদ্ধির আগে সোমবার সকালে, সরকার পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্কও বাড়িয়েছে, তবে এই বৃদ্ধি গ্রাহকদের উপর চাপানো হবে না যা তেল বিপণন সংস্থাগুলি বহন করবে বলেই জানানো হয়েছে। একটি সরকারি আদেশে বলা হয়েছে পেট্রোলের উপর আবগারি শুল্ক প্রতি লিটারে ১৩ টাকা এবং ডিজেলের উপর ১০ টাকা বাড়ানো হয়েছে। শুল্ক বৃদ্ধি “২০২৫ সালের ৮ই এপ্রিল থেকে কার্যকর হবে”।এক্সাইজ ডিউটি বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার পরই পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এক্সাইজ ডিউটি বাড়লেও পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) খুচরা মূল্য পরিবর্তন হবে না। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি নিশ্চিত করেছে যে, এক্সাইজ ডিউটি বৃদ্ধির কারণে পেট্রোল-ডিজেলের খুচরা মূল্যে কোনো প্রভাব পড়বে না।” এর মানে, ভোক্তাদের পকেটে কোনো অতিরিক্ত চাপ না পড়েই তারা বর্তমানে উপলব্ধ মূল্যে পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT