নিউজ পোল ব্যুরো: উন্নয়নের চাপের মুখে হকার উচ্ছেদ। নতুন রূপে সেজে উঠতে চলেছে উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিউ জলপাইগুড়ি বা এনজেপি (NJP Station Redevelopment) । এরইমধ্যেই সেই (Station Modernization Work) উন্নয়নমূলক কাজ পুরোদমে শুরু হয়েছে। স্টেশন প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকাকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকাঠামোগত পরিবর্তনের উদ্যোগ। তবে এই আধুনিকীকরণের বলি হচ্ছেন বহু পথপসারী বা হকাররা (Street Vendors Eviction)। জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন বহু পরিবার।
এমন পরিস্থিতিতে এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছে আইএনটিটিইউসি (INTTUC NJP Unit)। সোমবার সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে রেল আধিকারিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয় এনজেপি দলীয় দপ্তর থেকে, যেখানে অংশ নেন অসংখ্য ক্ষতিগ্রস্ত হকার ও তাদের পরিবারের সদস্যরা। মিছিলটি এনজেপি রেল স্টেশনের এডিআরএম (ADRM) দপ্তরে পৌঁছে একটি দাবি-সহ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে মূল দাবি ছিল, যেসব হকাররা দীর্ঘদিন ধরে এনজেপি স্টেশন এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, তাদের যেন বিনা পুনর্বাসনে (Rehabilitation for Evicted Vendors) উচ্ছেদ না করা হয়। পাশাপাশি যারা ইতিমধ্যেই উচ্ছেদ হয়েছেন, তাদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে রেল দপ্তরকে।

আরও পড়ুন :Bengaluru: “বড় শহরে এই ধরনের ঘটনা ঘটতেই পারে” মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
সংগঠনের সভাপতি সুজয় সরকার স্পষ্ট ভাষায় জানান, “আমাদের সংগঠন সবসময় উন্নয়নের পক্ষে। আমরা চাই এনজেপি স্টেশন আধুনিক হোক, যাত্রী পরিষেবা উন্নত হোক। কিন্তু সেই উন্নয়নের জন্য যদি গরীব মানুষের রুজিরুটির উপর কোপ পড়ে, তাহলে আমরা সেটা কিছুতেই মেনে নিতে পারি না।”
উল্লেখ্য, হঠাৎ করে হকারদের সবকিছু থেকে সরিয়ে দেওয়ায়, নানাবিধির সমস্যার সম্মুখীন হচ্ছেতারা।
আইএনটিটিইউসির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে সময়সীমার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে (NJP Station ) নামার হুঁশিয়ারি দিয়েছে তারা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT