Summer Hacks: অবিশ্বাস্য! মাত্র ২০ টাকায় ঘর হবে ঠান্ডা

লাইফস্টাইল

রিতিকা বিশ্বাস, কলকাতা: সবে এপ্রিল (April) মাস! আর তাতেই তীব্র গরমে হাসফাঁস বঙ্গবাসী। সকাল থেকে রাত পর্যন্ত একটুও শান্তি নেই। ঘর ঠান্ডা (Summer Hacks) করার জন্য এসি (AC) বা কুলারের (Air Conditioner) খরচ তো সবার পক্ষে সম্ভব হয় না অথচ এই গরমে ঘর ঠান্ডা (Cool) না পেলে তো জীবনযাপন দায় হয়ে যায়! কিন্তু চিন্তা করবেন না! কারণ আপনার হাতে রয়েছে এক অদ্ভুত সস্তা এবং সহজ উপায় (Summer Hacks)। মাত্র ২০ টাকায় ঘর হবে ঠান্ডা। এসি বা কুলার ছাড়াই। বিশ্বাস হচ্ছেনা? তাহলে শুনুন, আরেকটু খেয়াল রাখুন।

আরও পড়ুন: Rabindranath Tagore: ক্যানিং স্টেশনের এই চেয়ারটিতে কে বসেছিলেন জানেন?

ঘর ঠান্ডা (Cool) করতে হলে বরফ এবং ফ্যানের (Fan) সহজ সমন্বয়ই হলো আপনার সেরা বন্ধু। ভাবুন তো, বরফ আর ফ্যানের শক্তি কাজে লাগিয়ে আপনার ঘরটিকে কেমন (Summer Hacks) করে ঠান্ডা করা যায়!

প্রথমেই কাজটা করুন: রাতে জানালা থেকে উল্টো দিকে ফ্যান রাখুন। হ্যাঁ, শুধু ফ্যানই যথেষ্ট নয়, বরফও ব্যবহার করতে হবে। এবার একটা পাত্রে বরফের টুকরো রাখুন। সেই পাত্রটা রাখুন ফ্যানের সামনে। তারপর ফ্যানটি চালু করে দিন। দ্যাখেন, কী ম্যাজিক! ফ্যানের ঠান্ডা হাওয়া বেরিয়ে আসবে এবং ঘরটি তৎক্ষণাত ঠান্ডা হয়ে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এটা একদম এসি (AC) বা কুলারের (Air Conditioner) মতো কাজ করবে, কিন্তু খরচ হবে শুধু ২০-৩০ টাকায়। সোজা কথায়, যদি আপনার ফ্রিজ না থাকে তাহলে বাজার থেকে কিছু বরফ কিনে নিয়ে আসুন। আর যদি ফ্রিজ থাকে তো সোজা ঘরের বরফ জমিয়ে, ফ্যানের সামনে রেখে ঠান্ডা হাওয়া পান। তবে একটু সাবধানতা বরফ গলে গেলে আবার ঘর গরম হতে পারে। তাই মাঝে মধ্যে বরফের নতুন টুকরো যোগ করে দিন। মনে রাখবেন, এসি নেই তো কী হয়েছে, বরফের হাওয়া দিয়ে ঘর ঠান্ডা করতে পারেন!

এখন তো বুঝলেন, আর দেরি কেন? গরমে হাঁসফাঁস করতে না চাইলে এই পদ্ধতি ট্রাই করুন।