নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২৬ হাজার জনের চাকরি বাতিল ঘিরে তোলপাড় রাজ্যরাজনীতি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গত কয়েকদিন ধরে হওয়া আক্রমণের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করে মমতা বলেন, “২ মাস কষ্ট করুন, ২০ বছর নিশ্চিন্তে থাকতে পারবেন।” সেই সঙ্গেই রায় নিয়ে মেনে নিতে পারেননি বলেও ফের একবার করেছেন মন্তব্য। ছাব্বিশের নির্বাচনের আগে চাকরি বাতিল ইস্যু নিয়ে একেবারে সম্মুখ সমরে নেমেছে তৃণমূল-বিজেপি (BJP)। এই আবহেই এবার মুখ্যমন্ত্রী বিচারবিভাগকে আক্রমণ করছেন এই অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির (CJI) কাছে চিঠি (letter) লিখলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotimay mahato)।
পুরুলিয়ার বিজেপি (BJP) সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চিঠিতে সোমবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার সভা ও তাঁর মন্তব্যের কথা উল্লেখ করেছেন। চিঠিতে লিখেছেন, “এই যুগান্তকারী রায়ের পর যা ঘটেছে তা গভীরভাবে বিরক্তিকর এবং উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া উদ্বেগজনক। তিনি বিচার বিভাগ এবং আপনার কোর্ট সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন।” মুখ্যমন্ত্রী সংবাদিক সম্মেলনে বিচার বিভাগের সমালোচনা করেছেন, শীর্ষ আদালতের রায় বহাল রাখার পরিবর্তে এই কাজ উদ্বেগজনক বলেই দাবি করেছেন বিজেপি সাংসদ।
আরও পড়ুনঃ Mamata Banerjee at Teachers Meeting: ‘আমার কথা ট্যাপ করে…” মমতার মুখে অন্য কথা
প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সভা থেকে বলেছেন, ” আমার কথা ট্যাপ করে প্রধান বিচারপতির কাছে পাঠাবেন, আমাকে যাতে জেলে ভরা যায়। আমি ল জানি, আমিও আইনজীবী হিসাবে অনেকগুলো কেস করেছি। আমরা একটা ক্ল্যারিফিকেশন চাইব প্রথমে। যাঁরা এখন চাকরি করছেন, তাঁরা এখন কী করবেন? যাঁরা স্কুলে যেতেন, যাঁরা আজও স্কুলে যাচ্ছেন, তাঁদের জন্য কী ক্ল্যারিফিকেশন? স্কুলগুলো কারা চালাবে? এটা জানতে চাইব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT