নিউজ পোল ব্যুরো: নিউটাউন (New Town) রাম মন্দির (Ram Mandir) সংলগ্ন মাঠে নাবালিকাকে টেনে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের ঘটনায় সাজা ঘোষণা। বারাসাত স্পেশাল পসকো আদালত সাজা ঘোষণা করল। অভিযুক্ত তিনজনের যাবজ্জীবন সাজা ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২২ সালের ১৯ জুলাইয়ের ঘটনা। ওই দিনেই দুপুরে ইকোপার্ক থানায় অভিযোগ করা হয়। অভিযোগে জানানো হয়েছিল ১৪ বছরের নাবালিকা তার বন্ধুর সঙ্গে রাম মন্দির সংলগ্ন মাঠে ঘুরছিলো। সেই সময় তিন যুবক এসে প্রথমে ওই নাবালিকার ছেলে বন্ধুকে মারধর করতে থাকে। অভিযোগ যুবক বন্ধুটিকে ওই নাবালিকার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আরও অভিযোগ নাবালিকার বন্ধুকে সরিয়ে দেওয়ার পরেই তিন অভিযুক্ত কিশোরীকে জোর করে যৌন নির্যাতন করে। ঘটনার পরেই অভিযুক্তরা সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু অভিযুক্তরা নির্যাতিতার মোবাইল ফোন ও সাইকেল নিয়ে চম্পট দেয়। সেই অভিযোগ পেয়েই গোটা ঘটনার তদন্ত শুরু হয় সঙ্গে সঙ্গেই। পুলিশ অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়।
আরও পড়ুনঃ Gang Rape: ভয়ানক, ৭ দিন আটকে রেখে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ২৩ জন মিলে গণধর্ষণ
অভিযোগ পাওয়ার পরেই বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের রাকিবুদ্দিন মন্ডল, শাহজাহান আলী, জামিরুল আলী নামে চিহ্নিত করা হয়। সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে পসকো কেসে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই ঘটনায় সোমবার বারাসাত স্পেশাল পসকো আদালত তিন জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করে। নিউটাউন (New Town) রাম মন্দির ( Ram Mandir) সংলগ্ন মাঠের ঘটনায় এই তিনজনের যাবজ্জীবন সাজা ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT