Krishnanagar: শতাব্দীপ্রাচীন মেলায় ভক্তদের ঢল

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নদিয়া জেলার (Nadia district) ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তিভাবনার এক অমোঘ মেলবন্ধনের নাম বারো দোল মেলা (Baro Dol Mela)। বসন্তের রঙ ও ভক্তিরস মিলেমিশে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ে কৃষ্ণনগর রাজবাড়ী প্রাঙ্গণে (Krishnanagar Rajbari Premises)। প্রতি বছর চৈত্র মাসের একাদশী তিথিতে শুরু হয় এই উৎসব। এই বছরও সেই রীতি অক্ষুণ্ণ রেখে মঙ্গলবার একাদশী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়ীর প্রাঙ্গণে সূচনা হল বারো দল মেলার (Baro Dol Festival)। এই মেলা চলবে এক মাস ধরে। শতাব্দীর প্রাচীন এই মেলা প্রতি বছর কৃষ্ণনগরের (Krishnanagar) রাজবাড়ীকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর রাজ পরিবারের প্রতিষ্ঠিত বিভিন্ন দেব-দেবীর বিগ্রহ (Deity Idols) – যারা সারা বছর নদিয়ার নানা প্রান্তে পূজিত হন – তাঁরা এই সময় রাজবাড়ী প্রাঙ্গণে আগমন করেন, ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে।

আরও পড়ুন:- Khirpai Protest: প্রশাসনের গাফিলতিতে বীমা থেকে বঞ্চিত কৃষকরা

তিন দিন ধরে চলে এই বিগ্রহ দর্শন পর্ব। প্রথম দিন বিগ্রহরা সজ্জিত হন ‘রাজ বেশে’ (Royal Attire), দ্বিতীয় দিনে ‘ফুলবেশে’ (Flower Adornment) এবং তৃতীয় দিনে ‘রাখাল বেশে’ (Cowherd Attire)। এই তিন দিন ভক্তদের আনাগোনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দূরদূরান্ত থেকে বহু ভক্ত এসে হাজির হন এই পবিত্র প্রাঙ্গণে। আবির, ফুল, নৈবেদ্যসহ নানা উপাচারে দেবতাকে অর্ঘ্য প্রদান করেন তাঁরা। এই সময় রাজবাড়ীর চারপাশ হয়ে ওঠে এক মহাতীর্থস্থান। নদিয়ার বিভিন্ন মঠ, আখড়া ও মন্দির থেকে বহু সাধু-সন্ন্যাসী আসেন এই মেলায় (Krishnanagar)। তাঁরা ভগবানের প্রসাদ গ্রহণ করেন এবং ভক্তদের আশীর্বাদ দেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

মেলার প্রথম দিন থেকেই রাজবাড়ী প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। শিশু, কিশোর, যুব থেকে শুরু করে বৃদ্ধ – সকলেই সামিল হন এই আনন্দ-ভক্তির মিলনমেলায়। চোখে পড়ার মতো ছিল দর্শনার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা। এই বারো দল মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের শিল্প, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, এবং অসংখ্য মানুষের আত্মিক বিশ্বাস। পরবর্তী এক মাস জুড়ে চলবে এই মেলা। মেলার সময় প্রতিদিন ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে কৃষ্ণনগর (Krishnanagar) রাজবাড়ী প্রাঙ্গণ। (Traditional fair in Krishnanagar, Heritage festival in Bengal, Dol Utsav in West Bengal) এই মেলা শুধু নদিয়াবাসীর নয়, বরং সমগ্র বাংলার ভক্ত-সংস্কৃতিপ্রেমীদের কাছে এক অমূল্য ঐতিহ্য।