সূর্যের করোনা ও মহাকাশের পারিপাশ্বিক পরিবেশ জানতে মহাকাশে যাচ্ছে ISRO নতুন স্যাটেলাইট

breakingnews দেশ প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: সূর্যের করোনা ও তার পারিপার্শ্বিক পরিবেশ, মহাকাশের আবহাওয়া এবং সৌর ঝড়ের বিষয়ে গবেষণা চালাতে আজ বুধবার একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো।

ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল ৪ টে ৮ মিনিটে PSLV – C59/Proba 3 মিশনের উৎক্ষেপণ করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবা থ্রী উপগ্রহগুলিকে উপবৃত্তাকার কক্ষে স্থাপন করবে PSLV C59 রকেট। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামে ইসরোর নতুন বাণিজ্যিক শাখা, ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছে।

ইসরোর তরফে জানা গেছে, কক্ষপথে পৌঁছনোর পর প্রোবা থ্রী দু’ভাগে ভাগ হয়ে যাবে। সূর্যের করোনা ও এর পারিপার্শ্বিক পরিবেশ, মহাকাশের আবহাওয়া এবং সৌর ঝড়ের বিষয়ে গবেষণা চালাবে এই স্যাটেলাইট। ইসরোর বিজ্ঞানীরা ১৪৪ মিটার দীর্ঘ এবং ৩,৫৫০ কেজি ওজনের প্রোবা থ্রী-র স্বাস্থ্যপরীক্ষা ও জ্বালানী ভরার কাজ পর্যালোচনা করছেন। এরই মধ্যে শুরু হয়ে গেছে এর ফিরতি গণনা।