Kolkata Metro: এই রুটে মেট্রো চালু হলে কমবে যানজট

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: এবার আরও উন্নত হবে যাতায়াত ব্যবস্থা। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলওয়ে কর্তৃপক্ষ নতুন একটি মেট্রো প্রকল্পের কাজ শুরু করতে চলেছে, যা সেক্টর ফাইভ (Sector V) থেকে হলদিরাম (Haldiram) ভায়া তেঘরিয়া পর্যন্ত বিস্তৃত হবে। বিশেষ করে ইএম বাইপাসের (EM Bypass) ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করা যাত্রীদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেক্টর ফাইভ (Sector V) এবং তার আশেপাশের এলাকা এমনিতেই ব্যস্ত সেখানে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা যাত্রীদের সুবিধার জন্য অপরিহার্য।

আরও পড়ুন: Mallika Banerjee: ঠাকুরপুকুর কাণ্ড নিয়ে কেন এমন বললেন অভিনেত্রী মল্লিকা?

এই মেট্রো (Kolkata Metro) রুটে পাঁচটি স্টেশন নির্মাণ করা হবে যা শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ এবং দ্রুত করবে। রেল কর্তৃপক্ষ পরিকল্পনা করেছে, এই করিডরটি এলিভেটেড বা উঁচু হবে। এর শেষ অংশ হবে ভূ-গর্ভস্থ, যা ট্রাফিকের ওপর চাপ কমাতে সাহায্য করবে। প্রকল্পের প্রস্তাবিত স্টেশনগুলি হবে কেষ্টপুর বাস স্টপ (কৃষ্ণপুর), দমদম পার্ক বাস স্ট্যান্ড (কেষ্টপুর), বাগুইয়াটি, রঘুনাথপুর এবং তেঘরিয়া (হলদিরাম)।

এই প্রকল্পের জন্য মোট খরচের পরিমাণ হবে ২ হাজার ৩৬৫ কোটি টাকা। এই ৬.৫ কিলোমিটার দীর্ঘ পথে মাটির নীচে থাকবে ১.৫ কিলোমিটার এবং মাটির উপর থাকবে ৫ কিলোমিটার। প্রাথমিকভাবে কেন্দ্র সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের কাজ শুরু করবে। যদিও রাজ্য সরকারের সহযোগিতা পাওয়া গেলে তা আরও দ্রুত বাস্তবায়িত হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এখন প্রশ্ন উঠতে পারে, কলকাতা মেট্রোর (Kolkata Metro) এই নতুন প্রকল্পটি কীভাবে শহরের যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন আনবে এবং এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কেমন সহজ হবে? এই প্রকল্পের বাস্তবায়ন হলে। শুধু সেক্টর ফাইভ বা হলদিরামের মানুষই উপকৃত হবেন না, বরং গোটা শহরের যাত্রীদের জন্য যাতায়াত সুবিধা হবে।