Offbeat Himachal: হিমাচলের এই ৩ স্থানে পাবেন নতুনত্বের স্বাদ।

ভ্রমণ

রাইমা রায়: শিমলা, মানালি, কাসোল, কিন্নর-কল্পা বা স্পিতি ভ্যালি—হিমাচল প্রদেশ (Himachal Pradesh) বলতেই প্রথমে এই জায়গাগুলোর কথাই মনে পড়ে যায়। প্রতি বছর হাজারো পর্যটক ভিড় করেন এই জনপ্রিয় ডেস্টিনেশনগুলোতে (Offbeat Himachal)। তবে কি হিমাচল শুধুই এই কয়েকটি জায়গায় সীমাবদ্ধ? একেবারেই না! বরং, হিমাচলের গোপন কোণে লুকিয়ে রয়েছে এমন কিছু অনন্য জায়গা, যেগুলির নাম অনেকেই শোনেননি, কিন্তু প্রকৃতির অপরূপ রূপ, শান্ত পরিবেশ, স্থানীয় সংস্কৃতির ছোঁয়া আর অ্যাডভেঞ্চারের মিশেল এই জায়গাগুলোকেই করে তুলেছে আদর্শ ‘অফবিট’ গন্তব্য (offbeat destinations in Himachal Pradesh)। এই গ্রীষ্মে যখন শহরের গরম আর কোলাহলে হাঁপিয়ে উঠেছেন, তখন ভিড়ভাট্টাহীন, প্রকৃতির কোল ঘেঁষা এই জায়গাগুলোতে ঘুরে আসুন। এপ্রিল থেকে জুন হলো এই অঞ্চলগুলি ঘুরে দেখার সেরা সময় (best time to visit Himachal Pradesh in summer)। চলুন জেনে নেওয়া যাক এমনই তিনটি গোপন হিমাচলি রত্নের কথা।

আরও পড়ুন:- Travel Hacks: এই ট্র্যাভেল হ্যাকগুলো আপনার পরের ভ্রমণকে বানাবে সুপারহিট!

১. শোজা (Shoja, Kullu)

হিমাচলের কুল্লু জেলার (Kullu district) অন্তর্গত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি যেন প্রকৃতির এক লুকানো স্বর্গ। পাহাড়ের কোলে অবস্থিত শোজা নিঃশব্দে অপেক্ষা করে প্রকৃতিপ্রেমীদের জন্য। যারা একা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য এটি আদর্শ ‘সোলো ট্রাভেল ডেস্টিনেশন’ (solo travel destination in Himachal Pradesh)। শোজার আশেপাশেই রয়েছে অনেক ঘোরার জায়গা। এখান থেকে মাত্র ৭ কিলোমিটার দূরেই রয়েছে চমৎকার জিবি জলপ্রপাত (JiBhi Waterfall)। যারা হাইকিং (hiking in Himachal), ক্যাম্পিং (camping), বার্ড ওয়াচিং (bird watching) পছন্দ করেন, তাদের জন্য শোজা এক স্বপ্নের জায়গা। এখান থেকে ৪৫ মিনিট দূরত্বে রয়েছে প্রাচীন রঘুনাথ ফোর্ট (Raghunath Fort)।

২. পব্বর উপত্যকা (Pabbar Valley, Himachal)

যারা পাহাড়ি নদী আর সবুজ অরণ্যে ঘেরা কোনো শান্ত জায়গা খুঁজছেন, তাদের জন্য পব্বর উপত্যকা এক আদর্শ জায়গা। শিমলা থেকে মাত্র তিন ঘণ্টার ড্রাইভেই পৌঁছে যাওয়া যায় এই সুন্দর জায়গাটিতে। এই উপত্যকা ঘেরা ওক (oak), দেবদারু (deodar) আর আপেল গাছের (apple orchards in Himachal) সারিতে। উপর দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ নীলচে জলরাশি নিয়ে পব্বর নদী (Pabbar River)। এই নদীই মূল আকর্ষণ। উপত্যকার উপর দিয়ে হাঁটলে পৌঁছতে পারেন চন্দরনহন লেক (Chandernahan Lake), যেখান থেকে পব্বর নদীর উৎপত্তি।

৩. গুশাইনি (Gushaini, Tirthan Valley)

তীর্থন উপত্যকার অন্দরে লুকিয়ে রয়েছে আরেকটি অপার সৌন্দর্যপূর্ণ গ্রাম, গুশাইনি। ছবির মতো সাজানো এই ছোট্ট পাহাড়ি গ্রামটি, প্রকৃতি আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। গুশাইনি নদীর ধারে অবস্থিত হওয়ায় এখানে রয়েছে মাছ ধরার সুযোগও (fishing in Himachal Pradesh)। এটি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের (Great Himalayan National Park) প্রবেশদ্বার হিসেবে পরিচিত, যা বন্যপ্রাণীপ্রেমীদের কাছে এক আদর্শ জায়গা। গুশাইনি ঘুরে আপনি হিমাচলের স্থানীয় সংস্কৃতি (Offbeat Himachal) ও খাবারেরও (Himachali cuisine and culture) স্বাদ নিতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রতি বারই যদি মানালি, শিমলা কিংবা স্পিতিতেই ঘুরতে যান, তাহলে হিমাচলের অফবিট রূপের স্বাদ পাবেন কোথায়? এই গ্রীষ্মে নিজের ট্র্যাভেল প্ল্যানে নিয়ে আসুন নতুনত্ব। প্যাকিং করুন ব্যাগ, তুলে নিন ট্রেকিং বুট, আর বেরিয়ে পড়ুন এই অচেনা তিন স্বর্গময় জায়গার খোঁজে (Offbeat Himachal)। ভিড় থেকে দূরে, প্রকৃতির কাছাকাছি। এবারের গ্রীষ্ম হোক হিমাচলের অফবিট সৌন্দর্য আবিষ্কারের—পর্যটনের এক নতুন গল্প লেখার।