নিউজ পোল ব্যুরো, দার্জিলিং: চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার সান্দাকফু ভ্রমণে গিয়ে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের! দার্জিলিংয়ের সান্দাকফুতে বেড়াতে গিয়ে যুবকের পর মৃত্যুর পর এবার এক যুবতীর মৃত্যু হল। মৃতার নাম অঙ্কিতা ঘোষ(২৮)।
জানা গিয়েছে, মৃতা তরুণী দমদমের অশোকনগরের বাসিন্দা। ওই যুবতী বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
সূত্রের খবর, যুবতী প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরেও এসেছিলেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিঙের একটি হোমস্টেতে। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মধ্যরাতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
উল্লেখ্য, ঠিক এইরকমই ঘটনা ঘটেছিল দিন কয়েক আগেও। দার্জিলিং থেকে সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছিল কলকাতার এক যুবকের। এবার সেই একই ঘটনা ঘটল কলকাতা বাসিন্দা অঙ্কিতা ঘোষের সঙ্গেও। আর তারপরে রহস্যের ছায়া দেখছন অনেকেই। ঠিক কেন বা কী কারণে বারবার এই ঘটনা ঘটছে, শ্বাসকষ্ট বা অন্য কিছু কারণ? তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহের ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। এর পাশাপাশি মৃতার বন্ধুদেরকেও জিজ্ঞাসাবাদ করে রহস্যের জাল খুলতে চাইছে পুলিশ।