Minor Girl: ঘৃণ্য, নাবালিকাকে মেয়েকে ধর্ষণ বাবার, গর্ভবতী কিশোরী

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: ঘৃণ্য জঘন্য বললেও কম বলা হবে। সন্তানরা যদি বেশি কারও কাছে সুরক্ষিত হয় তাহলে সেটা বাবা-মা। বিশেষ করে মেয়েরা বাবার খুব কাছের হয়। কিন্তু সেই বাবার কাজ যেখানে সন্তানকে বিপদ থেকে আগলে রাখার কথা সেখানে বাবার কাজেই লজ্জায় মাথা হেঁট হয়েছে সকলের। বুধবার পুলিশ জানিয়েছে ৫১ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে তার নাবালিকা (Minor Girl) মেয়েকে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠেছে। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পরে নাবালিকা। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত বাবাকে গ্রেফতার কতা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকে (Karnataka)। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে যখন ১৬ বছর বয়সী ওই কিশোরীর মা মেয়ের পা ফুলে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যান। স্ক্যানিং এবং রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা নাবালিকার মাকে নিশ্চিত করে জানায় যে তার মেয়ে ৩১ সপ্তাহের গর্ভবতী। এর পরেই মেয়েকে প্রশ্ন করা হলে সে জানায় তার বাবা গত এক বছর ধরে বাড়িতে কেউ না থাকা সুযোগে যৌন নির্যাতন এবং ধর্ষণ করছে। পরিবারের কাউকে এই কথা জানালে ভয়াবহ পরিণতি করার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছে নাবালিকা। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “মুলাগুন্ড থানায় নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে, আমরা যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনে ধর্ষণ এবং হুমকির মামলা দায়ের করেছি এবং মঙ্গলবার অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছি।”

আরও পড়ুনঃ Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর শিক্ষা পোর্টালে বড় পরিবর্তন

পুলিশ জানিয়েছে নাবালিকা (Minor Girl) মেয়েটির কাউন্সেলিং করা হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ মেডিকেল পরীক্ষার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।পুলিশ জানিয়েছে নির্যাতিতার ২০ বছর বয়সী এক বড় বোন রয়েছে বং এক ছোট ভাই রয়েছে। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একজন বাবা হয়ে মেয়ের সঙ্গে কিভাবে এই কাজ করলেন সেটাই বুঝে উঠতে পারছেন না কেউই। ঘটনাকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://www.youtube.com/live/1qnSrViW11I?si=MvHUBTTc27LN0dni