ঘুঁটিয়ারি শরিফে উদ্ধার কোটি টাকার মাদক, ধৃত এক

অপরাধ রাজ্য

নিজস্ব প্রতিনিধি,ক্যনিং: এবার কোটি টাকার হেরোইন উদ্ধার হল ঘুঁটিয়ারি শরিফে। পুলিশের জালে ২ কোটি টাকার হেরোইন সহ হাতেনাতে পাকড়াও এক যুবক। ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল এলাকায়। তবে কিভাবে এত টাকার হেরোইন লোকচক্ষুর আড়ালে সংরক্ষিত করা হল? কোথা থেকে কোন উদ্দেশ্যে আনা হয়েছিল মাদক? কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল? নেপথ্যে জড়িয়ে কারা? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

জানা যায় এরই মধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘুঁটিয়ারি শরিফ এলাকা থেকে মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। বহুবার একাধিক অভিযুক্ত ধরা পড়েছে। সেইমতোই গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ, আর তারপরেই উদ্ধার বিপুল টাকার হেরোইন। বিপুল অঙ্কের টাকার মাদক পাচারের ফাঁদ পাতা হচ্ছে এলাকায়, এমনই খবর পায় পুলিশ। মঙ্গলবার রাতে এসডিপিওর নেতৃত্বে ক্য়ানিংয়ের ঘুঁটিয়ারি শরিফে হানা দেন আধিকারিকরা। সেখান থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম আবদুল মোল্লা। তার কাছ থেকেই উদ্ধার হয় ২ কেজি হেরোইন। হেরোইন ছাড়াও যুবকের কাছ থেকে উদ্ধার হয় নগদ টাকাও। ধৃত যুবক পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। কিন্তু তিনি এখানে কার সূত্রে আসেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পেছনে থাকা গোটা চক্রকে খুঁজতে জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ।