নিউজ পোল ব্যুরো: অবশেষে ভারতের হাতের মুঠোয় ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলার (26/11 Mumbai attack) মূল চক্রী তাহাউর রানা (Tahawwur Rana)। আমেরিকায় (America) গ্রেফতার হওয়ার প্রায় ১৬ বছর পর ভারতে আনা হল তাহাউর রানার। ভারতের হাতে আমেরিকা তুলে দিয়েছে কুখ্যাত জঙ্গি তাহাউর রানাকে। ভারতের মাটিতে পা দিতেই তাহাউর রানাকে গ্রেফতার করল ভারতের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।
সূত্রের খবর, তাহাউরের বিমান বৃহস্পতির দুপুরে ভারতে নেমেছে। আজই তাকে তোলা হতে পারে NIA-এর বিশেষ আদালতে। তবে দিল্লিতে রানার বিমান নামার পরেই তাকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। জানা গিয়েছে বুলেটপ্রুফ গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হতে পারে NIA-এর বিশেষ আদালতে। জানা গিয়েছে রানা আসার আগেই বিশেষ আদালতে তদন্তকারী সংস্থার তদন্তকারীরা কেস ডায়রি ও রেকর্ড বয়ান জমা দিয়েছে। আপাতত রানাকে তিহাড় জেলেই রাখা। কুখ্যাত জঙ্গি তাহাউর রানার নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তার জন্য দিল্লি পুলিশের বিশেষ সেলকে প্রস্তুত রাখা হয়েছে। রানাকে ফেরার মধ্যে সামনে এসেছে বিস্ফোরক সব তথ্য। শুধু মুম্বই হামলা নয় ২০২১ সালে হরিদ্বারে আয়োজিত কুম্ভমেলাতেও নাশকতার ছক কষেছিল তাহাউর। সেই হামলার জন্য দক্ষিণ ভারতের কোচিন এলাকা থেকে বেশ কিছু সন্ত্রাসবাদীকেও নিয়োগ করেছিল তিনি। একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন NIA-এর উচ্চ পদমর্যাদার তদন্তকারী লোকনাথ বেহেরা।
আরও পড়ুনঃ SSC News: ইন্ডোর স্টেডিয়ামে মন্তব্যের জের , মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা (26/11 Mumbai attack) চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। পাকিস্তান থেকে জলপথে অনুপ্রবেশকারী কয়েকজন কুখ্যাত জঙ্গি ভারতের বৃহত্তম শহর মুম্বইতে ১০টিরও বেশি জায়গায় ধারাবাহিক গুলি ও বোমাবিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল। সেউ হামলার নেপথ্যে থাকা রানা এখন ভারতের হাতে। এনআইএ এখন রানাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সূত্রের খবর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জেরা করে রানার থেকে জানতে চাইবে মুম্বই হামলার নেপথ্যে আর কাদের হাত ছিল, পাক সেনারও সক্রিয় সহযোগিতা ছিল কি না তাও জানতে চাওয়া হবে। এর পর আর Let’s see what information comes up.
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT