নিউজ পোল ব্যুরো: লোকাল ট্রেনে (Local Train) যাতায়াত যেন শুধু গতির নয়, নিরাপত্তার প্রতীকও হয়। এই লক্ষ্যেই এবার দৃঢ় পদক্ষেপ নিয়েছে শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। শহর থেকে গ্রাম, কিংবা জেলার সীমা পেরিয়ে কলকাতা দিনে দিনে বেড়েই চলেছে মহিলা যাত্রীদের সংখ্যা। অফিস, শিক্ষা, চিকিৎসা নানান প্রয়োজনে তারা প্রতিদিন ভরসা করছেন লোকাল ট্রেনের (Local Train) উপর। তবে অতিরিক্ত ভিড়, কামরায় ঠাসাঠাসি, ওঠানামায় সমস্যা ও নিরাপত্তার অভাব—এইসব সমস্যার সমাধান করতেই এবার এক অভিনব সিদ্ধান্ত (Decision) নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Kasba Case: লাথি মেরেও কিভাবে তদন্ত করবেন SI রিটন দাস?
প্রতিটি ইএমইউ ট্রেনে (Local Train) এখন থেকে একটির পরিবর্তে তিনটি করে মহিলা কামরা থাকবে। এর ফলে ভিড় কমবে, মহিলারা স্বাচ্ছন্দ্যে উঠতে-পড়তে পারবেন এবং দুর্ঘটনার সম্ভাবনাও কমবে। আগে ৯ কোচের ট্রেনে মাত্র ২টি মহিলা কামরা থাকত। এখন ১২ কোচের ট্রেনে ৩টি মহিলা কামরা সংযোজন হয়েছে। এমনকি ১৫ কোচের ট্রেন চালানোর পরিকল্পনাও চলেছে জোর কদমে।
এই পরিবর্তন যদিও কিছু পুরুষ যাত্রীর অসন্তোষের কারণ হয়েছে, তবু সংখ্যাতত্ত্ব বলছে অন্য কথা। ১২ কোচের ট্রেনে ৩টি মহিলা কামরা থাকলেও বাকি ৯টি কোচ থাকে সাধারণ যাত্রীদের জন্য, যা আগে ছিল ৭টি। ফলে পুরুষদের জন্য বরং সুযোগই বেড়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রেলের এই পদক্ষেপ শুধুই ট্রেনের কামরা বাড়ানো নয়, এটি মহিলাদের সম্মান ও নিরাপত্তার প্রতি এক সদর্থক অঙ্গীকার। ভিড়ের মধ্যেও যেন নিরাপদে গন্তব্যে পৌঁছনো যায়, এই আশাই আজ রেলকে নতুন পথে হাঁটতে শিখিয়েছে।