নিজস্ব প্রতিনিধি,হাওড়া: বৃষ্টি হলেই ভেসে যেত বিস্তীর্ণ এলাকা, ভোগান্তি পোয়াতি হচ্ছিল দীর্ঘদিন। বারবার নালিশ জানিয়ে নিয়ে অবশেষে নেওয়া হলো পদক্ষেপ। মানুষের দাবি মেনেই তৈরি হচ্ছে পাকা ড্রেন। হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে ওই পাকা ড্রেন।
এতদিন বৃষ্টি হলেই বানভাসি হতো বিস্তীর্ণ অঞ্চল। চাপে পড়ে অবশেষে টনক নড়েছে পুরসভার। আন্দুল মিলবাজার থেকে সরস্বতী খাল পর্যন্ত মানুষের দাবি মেনে তৈরি হচ্ছে পাকা ড্রেন। ড্রেনটি করতে খরচ প্রায় এক কোটি টাকা।
হাওড়ার আন্দুলের মিলবাজার থেকে সরস্বতী খাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় চলবে কাজ। পাকা ড্রেন তৈরি হলে এবার জল জমার সমস্যা মিটবে বলেই মনে করছেন স্থানীয়রা।
জানা যায়, হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জল জমার সমস্যা ছিল দীর্ঘদিন। বর্ষা এলেই সমস্যায় ভুগতে হতো কয়েক হাজার মানুষকে। পুরসভার কাছে বারবার অভিযোগ জানিও কোন সূরাহ হয়নি। শেষমেষ হাওড়া পুরসভায় শুরু সেই কাজই।
দাবি উঠেছিল অবিলম্বে কাঁচা ড্রেন পাকা করা হোক। সেইমতো কাজ শুরু করেছে হাওড়া পুরসভা। পুরসভার উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী জানান, ‘হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জল জমার সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা পুরসভার ড্রেনেজ ডিপার্টমেন্টের তরফ থেকে ওই এলাকায় পরিদর্শন করেছি। আন্দুল মিলবাজার থেকে সরস্বতী খাল পর্যন্ত একটি বড় ড্রেন তৈরি করা হচ্ছে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা আশা করছি সেই কাজ শেষ হলে ওই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের জল জমার সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাবেন। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেখানে একটি পাকা ড্রেন তৈরি করা। ওই এলাকায় এতদিন কাঁচা ড্রেন ছিল। এই কাজ শেষ হলে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।’