নিউজ পোল ব্যুরো: এক শতাব্দীর গৌরবময় পথচলা সম্পন্ন করল রাজারহাটের (Rajarhat Newtown) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাথরঘাটা হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)। শতবর্ষ পূর্তির এই বিশেষ মুহূর্ত উদযাপনে বুধবার (Wednesday) সকাল থেকেই স্কুল চত্বর ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। দিনটির সূচনা হয় একটি বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে। যেখানে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালন কমিটির সদস্য এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রভাতফেরিটি স্কুল থেকে শুরু হয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: Chief Justice of India: জেনে নিন বিচারপতি সঞ্জীব খান্নার পর কে হচ্ছেন ভারতের প্রধান বিচারপতি
শুধু শোভাযাত্রা নয়। এই বিশেষ দিনে ছিল একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য শিবির, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ আরও নানা সামাজিক উদ্যোগ। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও সমাজের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের (Rajarhat Newtown) বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি নিজের বিধায়ক তহবিল থেকে স্কুল উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করবেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন যে শতবর্ষ জুড়ে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সবরকম সহযোগিতা করবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহানারা বিবি, রাজারহাট (Rajarhat Newtown) পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহিদুল ইসলাম, বাহার আলী লস্কর, স্কুল পরিচালন কমিটির সভাপতি পরিমল মন্ডল, এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি মন্ডল প্রমুখ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই শতবর্ষ পালনের মধ্য দিয়ে শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতা ও সম্মিলিত উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পাথরঘাটা হাই স্কুল।