নিউজ পোল বাংলাঃ এক লক্ষ্মীবারেই সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার জন। আজ আরও এক লক্ষ্মীবারে সাময়িক স্বস্তি পেলেন চাকরিহারারা। যদিও সকলে নয় বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে যারা যোগ্য তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের চাকরি চালিয়ে যেতে পারবেন। এই রায়েই কিছুটা স্বস্তিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম নির্দেশের পরেই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বলেছেন চলতি বছরেই সমস্যার সমাধান হয়ে যাবে।
২৬ হাজার চাকরি বাতিল করার পর মধ্যশিক্ষা পর্ষদ সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করেছিল। সেই মামলার রায়েই শীর্ষ আদালত আজ জানিয়েছে এসএসসিকে (SSC) ৩১ মে-র মধ্যে নতুন করে নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে। পাশাপাশি ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই রায়ের আগে ২০১৬ সালের এসএসসি মামলার রায় দেওয়ার সময়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী তিন মাসের মধ্যে। সেই নির্দেশের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল এত তাড়াতাড়ি এই কাজ কিভাবে সম্ভব। বৃহস্পতিবার আদালতের কাজ চালিয়ে যাওয়ার রায় দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছেন, “ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এই বছরের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।” সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আইনে ভরসা রাখুন। সরকারে ভরসা রাখুন। কোনও না কোনও পথ বের করব।”
আরও পড়ুনঃ Dilip Ghosh: প্রেমের জোয়ারে ভাসছেন দিলীপ ঘোষ, বসছেন বিয়ের পিঁড়িতে
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি বিভাগে ব্যাপক পরিমাণে অবৈধ নিয়োগ হয়েছে, যার ফলে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোনও কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) এই নির্দেশ রাজ্যের শিক্ষাক্ষেত্রে চলমান বিতর্কের মধ্যে যে এক নতুন মাত্রা যোগ করল তা বলার আর অপেক্ষা রাখে না। মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত (Decision) নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও শীর্ষ আদালতের এই রায়ে খুশি নয় চাকরিহারারা। যারা যোগ্য তাঁরা জানিয়েছেন তাঁরা আর নতুন করে কোনও পরীক্ষা দেবেন না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT