নিউজ পোল ব্যুরো: রাজনীতি মানেই কৌশল, কৌশল মানেই দূরত্ব! তবে এবার সেই দূরত্ব ঘুচিয়ে দিলো ভালবাসা আর এক মায়ের মনের আশা। বাংলার রাজনীতির পরিচিত মুখ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবার জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছে, রাজনীতির সহযোদ্ধা রিঙ্কু মজুমদার হতে চলেছেন তাঁর জীবনের সহধর্মিণী। আর এই সম্পর্কের আসল কান্ডারী? মা পুষ্পলতা ঘোষ।
আরও পড়ুন: Dilip Ghosh : সত্যিই বিয়ে হচ্ছে! জানে না দিলীপ ঘোষের পরিবার
রাজনৈতিক কর্মব্যস্ততায় ভরপুর দিলীপবাবুর (Dilip Ghosh) জীবন। আজ কলকাতায় জনসভা তো কাল মেদিনীপুরে পদযাত্রা। এই তুমুল গতিময় জীবনের মাঝেই তাঁর মা পুষ্পলতার মনে ছিল একটাই চিন্তা! কে দেখবে তাঁর ‘নাড়ু’কে? কে হবে জীবনের সঙ্গী? কিন্তু সেই চিন্তা যেন স্বস্তিতে বদলে গেল, যখন পুত্রবধূ হিসেবে মনের মতো একজনকে খুঁজে পেলেন। তাঁরই বাড়িতে মাঝে মধ্যে আসা, দলের কাজের সহকর্মী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)।
রিঙ্কু (Rinku Majumder) একজন তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী, বিবাহবিচ্ছিন্না এবং এক সন্তানের মা। তাঁর আত্মবিশ্বাস, স্পষ্টভাষিতা ও সংগ্রামী মনোভাব মন কেড়েছে দিলীপবাবুর মায়ের। সম্পর্কের শুরুর দিকে দিলীপবাবু (Dilip Ghosh) দ্বিধায় থাকলেও মায়ের জোরালো সমর্থনে ধীরে ধীরে বদলাতে থাকে তাঁর মন। শেষমেশ রিঙ্কুর ভালোবাসা আর মায়ের জেদে হার মানলেন ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ।
শুক্রবার নিউটাউনের (Newtown) বাড়িতেই মায়ের আশীর্বাদে এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনি বিয়ে সারবেন দিলীপ ও রিঙ্কু। চুপচাপ, ঝাঁকজমকহীন এই বিয়ে নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি। চায়ের ঠেকে চলছে বিশ্লেষণ, শুভেচ্ছা আসছে শাসক শিবির থেকেও। তবে গেরুয়া শিবির যেন খানিকটা চুপ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনীতি একদিকে, ব্যক্তিগত সুখ অন্যদিকে। এই দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বেছে নিলেন ভালোবাসার পথ। আর মা পুষ্পলতার চোখে আজ শুধুই তৃপ্তি। ‘নাড়ু’র ঘর অবশেষে জুড়েছে মা তো চিরকালই জানতেন সেই দিনটা আসবেই।