CV Anand Bose: মুর্শিদাবাদ অশান্তিতে আক্রান্তদের পাশে রাজ্যপাল!

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিরাপত্তার ঘেরাটোপে মুর্শিদাবাদের (Murshidabad Issue) অশান্তিতে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজ্যপালকে (CV Anand Bose) সামনে দেখেই কান্নায় ভেঙে পড়েন শোকাহত পরিবারের সদস্যরা। তাদের কণ্ঠে ফুটে উঠেছে বেদনার করুণ সুর, শূন্যতার আর্তনাদ। রাজ্যপাল (CV Anand Bose) তাদের সঙ্গে কথোপকথনে শামিল হয়ে শুনছেন নিঃস্ব হওয়া পরিবারের যন্ত্রণার কথা। এদিকে বাড়ি থেকে বেরোতেই রাজ্যপালকে ঘিরে স্থানীয়রা বিএসএফ ক্যাম্প (BSF Camp)স্থাপনের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তিনি জানান, এই দাবির কথা রাজ্য সরকারকে জানানো হবে।

আরও পড়ুন: NCW at Murshidabad: ‘বাঁচতে চাই’, নিজের ঘর দিয়ে বিএসএফ ক্যাম্প চায় গ্রামবাসী

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Bill) বিরোধিতায় মুর্শিদাবাদে (Murshidabad) শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি মোকাবিলায় গত শুক্রবার রাজ্যপাল মালদহ (Malda) রওনা দেন এবং শনিবার সকালে খুন হওয়া বাবা হর গোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যপালকে দেখে শোকস্তব্ধ পরিবার কান্নায় ভেঙে পড়ে। রাজ্যপাল তাঁদের পাশে দাঁড়িয়ে মানসিক সমর্থন জানান।

পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল সাংবাদিকদের জানান, “আমি তাঁদের আশ্বাস দিয়েছি যে সুবিচার তাঁরা অবশ্যই পাবেন। বিএসএফ ক্যাম্প (BSF Camp) স্থাপনের বিষয়ে রাজ্য সরকারকে জানানো হবে। শান্তি ফিরিয়ে আনা আমাদের অগ্রাধিকার। রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিক, প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকেও জানানো হবে। কারও কোনো অসুবিধা হলে, তারা যেন রাজভবনের ‘পিসরুম’-এ ফোন করেন। আমি নম্বর দিয়ে এসেছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

জাফরাবাদে প্রায় ১৩ মিনিট সময় কাটিয়ে তিনি এরপর বেদবোনা গ্রামের উদ্দেশে রওনা দেন। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত ইনজামুল ধরা পড়েছে। হিংসার ঘটনার গভীর তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য সরকার। এ পর্যন্ত ২৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, স্থানীয়দের বারবার বিএসএফ ক্যাম্পের দাবি তুলে ধরার মানে কি পুলিশের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে?