নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali)। রাজনৈতিক উত্তেজনার এক নতুন অধ্যায় রচনা করল শনিবারের (Saturday) সকাল। বসিরহাট (Basirhat) মহকুমার জেলেখালি গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় এলাকায় চায়ের দোকানে চা খাচ্ছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। ঠিক সেই সময় বিজেপি (BJP) নেতা ইয়াকুব বৈদ্যের নেতৃত্বে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: CV Anand Bose: মুর্শিদাবাদ অশান্তিতে আক্রান্তদের পাশে রাজ্যপাল!
ঘটনাটি ঘটেছে (Sandeshkhali) পাখিরালার ১৯২ ও ১৯৩ নম্বর বুথে। ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হামলাকারীরা অন্তত ছয় থেকে সাত জন তৃণমূল (TMC) কর্মীর উপর প্রাণঘাতী আঘাত হানে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে ছোটা, ধারালো অস্ত্রের কোপসহ নানা ধরণের জখমে তারা কাতর।
এদিকে পাল্টা অভিযোগে বিজেপির (BJP) দাবি, তৃণমূলও (TMC) তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। বসিরহাট (Basirhat) সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্যের অভিযোগ, জেলেখালি পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে ও মারধর চালানো হয়েছে।
এই রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সন্দেশখালি (Sandeshkhali) থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে, এবং শুরু হয়েছে পুলিশের তদন্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল, সন্দেশখালির মাটি রাজনৈতিকভাবে কতটা অস্থির এবং ২০২৬ সালের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির সংঘাত আরও জটিল আকার নিচ্ছে। এই সংঘর্ষ সাময়িক না দীর্ঘস্থায়ী, তা বলবে সময়ই। তবে আপাতত, শান্তি যেন ফিরে আসে, সেটাই কাম্য।