Char Dham Yatra 2025: ২ মে খুলছে কেদারনাথ, ৪ মে বদ্রীনাথ! জানুন বিস্তারিত

দেশ

নিউজ পোল ব্যুরো: হিমালয়ের বুকে গড়ে ওঠা ভারতের অন্যতম পবিত্র তীর্থভূমি চারধাম যাত্রা (Char Dham Yatra 2025)। পুণ্যার্থীদের জন্য আবারও খুলতে চলেছে। ভক্তিভরে প্রতীক্ষিত এই যাত্রা শুধু ধর্মীয় তাৎপর্যে ভরা নয়, এটি আত্মশুদ্ধির এক অনন্য অভিযান। প্রতিবছর হাজারো মানুষের পদধ্বনিতে মুখর হয়ে ওঠে যমুনোত্রী (Yamunotri), গঙ্গোত্রী (Gangotri), কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথের (Badrinath) পথে-পথে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না।

আরও পড়ুন: Delhi: বৃষ্টির রেশ না কাটতেই বিপর্যয়! চারতলা ভবন ধসে মৃত ৪

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC) ঘোষণা করেছে, আগামী ২ মে থেকে খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের (Char Dham Yatra 2025) পবিত্র দরজা। এক বিশেষজ্ঞ দল কেদারনাথের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার (Friday) সন্ধ্যায় তারা কেদারনাথে (Kedarnath) পৌঁছন এবং পরের দিনই বিকেটিসি (BKTC) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে।

কেদারনাথের পর, ৪ মে খুলে যাবে বদ্রীনাথ ধামের দরজাও (Char Dham Yatra 2025)। এর পাশাপাশি দ্বিতীয় কেদার মদমহেশ্বর মন্দির ২১ মে থেকে এবং তৃতীয় কেদার তুঙ্গনাথ মন্দির ২ মে থেকে ভক্তদের জন্য উন্মুক্ত হয়ে যাবে।

চারধাম যাত্রা যথানিয়মে ঘড়ির কাঁটার দিক মেনে শুরু হয়।প্রথমে যমুনোত্রী, তারপর গঙ্গোত্রী, এরপর কেদারনাথ ও সর্বশেষে বদ্রীনাথ দর্শন। কেউ কেউ অবশ্য শুধু কেদারনাথ ও বদ্রীনাথ দর্শন করেই ফিরে আসেন। এই যাত্রা হেলিকপ্টারে সম্ভব হলেও অধিকাংশ ভক্ত পায়ে হেঁটে পাড়ি দেন দুর্গম পথ। প্রাকৃতিক সৌন্দর্য, আত্মিক শান্তি আর ভক্তির এক অদ্ভুত সম্মিলন এই যাত্রায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই বিশাল জনসমাগম সামাল দেওয়া উত্তরাখণ্ড সরকারের কাছে একটি বড় দায়িত্ব। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, ভক্তদের নিরাপত্তা ও যাত্রার নির্বিঘ্ন সম্পাদনই তাঁদের অগ্রাধিকার। এখন শুধু সময়ের অপেক্ষা! মে মাস এলেই পুণ্যার্থীদের ভিড়ে মুখর হবে হিমালয়ের কোলে অবস্থিত দেবভূমি।