CPIM Brigade: চব্বিশের নির্বাচনে BJP-TMC-কে কী করতে হবে বলে দিয়েছেন মোহন ভগবত, বিস্ফোরক সেলিমনিউজ পোল ব্যুরো: আজ রবিবার ছুটির দিনে রাজপথ রেঙেছে লাল রঙে। কারণ ব্রিগেড সমাবেশ(CPIM Brigade)। শনিবার থেকেই কলকাতায় ভিড় জমিয়েছেন বাম সমর্থকরা। সেই ব্রিগেডের মঞ্চ থেকেই সিপিআইএম নেতা মহম্মদ সেলিম(Md Selim) একযোগে নিশানা করলেন রাজ্যের শাসক দল তৃণমূল(TMC) ও প্রধান বিরোধী দল বিজেপিকে(BJP)। সেলিম বলেন, “দিন বদলাচ্ছে।”
বিগ্রেডের সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায় আর কি কর থেকে শুরু করে চাকরি বাতিল সহ মুর্শিদাবাদের ঘটনা। কোনও ইস্যুতেই শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি। চাকরি বাতিলে শীর্ষ আদালতের রায় নিয়ে সেলিম বলেছেন, “নিয়োগ নেই। সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঝামা ঘষে দিয়েছে।” তুলেছেন মুর্শিদাবাদের প্রসঙ্গও। তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করে বলেছেন, “মুর্শিদাবাদে যা হল, রামনবমী ইদ, জুম্মার নামাজ, হনুমান জয়ন্তীতে খালি দেখলাম এ বলে ঠুসে দেব ও বলে ঠুসে। আসলে কেউই কিছু করছে। বিজেপি-তৃণমূলের নেতাদের স্ক্রিপ একজনই লিখেছেন মোহন ভগবত। উনি এসেছিলেন কয়েকদিন আগে এসেছিলেন এখানে। ২০২৬-এর নির্বাচনে বিজেপি-তৃণমূলকে কী করতে হবে বলে দিয়েছেন। বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো আছে। উনি এখন মহান সাজতে চাইছে।
বাম সরকারের আমলের স্বচ্ছতার কথাও এদিন শোনা গেল সেলিমের গলায়। মঞ্চে ( CPIM Brigade) দাঁড়িয়ে বলেছেন, দিন পাল্টাচ্ছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, কারও সাহস হবে না লাল ঝান্ডার গায়ে দেবে।” সঙ্গেই বললেন, “চিড ফান্ডের টাকা দিয়ে লাল-ঝান্ডা কেনা হয়নি।” সঙ্গেই দিলেন চব্বিশের লড়াই শুরুর বার্তা। বললেন, “হিন্দু-মুসলিমের আবেগ নিয়ে খেলা নয়। খেলতে হলে বেকারির বিরুদ্ধে খেলো। ছাব্বিশের লড়াইয়ের শুরু এখান থেকেই হোক।”