IIT: খড়গপুর আইআইটি থেকে ফের উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের খড়গপুর আইআইটি(KHARAGPUR IIT) থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। রবিবার মাঝরাতে দেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের নাম অনিকেত ওয়ালকার। ওসিয়ান ইঞ্জিনিয়ারিং এন্ড নভেল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল অনিকেত। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর আইআইটি(IIT)-তে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইআইটি খড়্গপুরের জগদীশচন্দ্র বসু হলে থাকতেন তিনি। ওই হলের সি ২১৪ নম্বর রুম থেকে উদ্ধার হয় তার দেহ। জানা গিয়েছে মৃত অনিকেতের বাড়ি মহারাষ্ট্রের রামনগর থানার সম্রাট অশোকনগর এলাকায়। রাতে দীর্ঘক্ষন রুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় সহপাঠীদের। একাধিকবার ডেকেও সাড়া না মেলায় খবর দেয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে। রাতেই পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে অনিকেতের ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের। সোমবার মৃতের ময়নাতদন্ত হবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুনঃ JD Vance: মোদীর নৈশভোজে ভান্স! কেন উপেক্ষিত ধনখড়?

দেহ উদ্ধারের ঘটনায় খড়গপুর টাউন থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে । তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন আত্মহত্যা, নাকি IIT পড়ুয়ার মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পর পর খড়গপুর আইআইটি (IIT)-তে ছাত্রদের দেহ উদ্ধার নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার ঠিক তিন মাস আগে চলতি বছরের ১২ জানুয়ারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র, সাওন মালিকের (২১) দেহ উদ্ধার করেছিল পুলিশ । তিনি পশ্চিম মেদিনীপুরের খুকুরদহের বাসিন্দা ছিলেন। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT