নিউজ পোল ব্যুরো: ভারতের মাটিতে সোমবার সকালেই পা রেখেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ( Vice President of the United States) জেডি ভান্স (JD Vance)। এনেছেন তাঁর স্ত্রী উষা (Usha Vance) ও তিন সন্তান। বিমানবন্দরে বিমান থেকে নামার সময়েই ভ্যান্সের সন্তানরা সকলের নজর কেড়েছেন। তাঁদের পোশাকে ভারতীয় ছোঁয়া দেখেই আপ্লুত হয়েছেন সকলে। জেডি ভ্যান্স স্ত্রী ঊষা এবং তিন সন্তানকে নিয়ে দিল্লিতে পৌঁছেছেন। পালাম টেকনিক্যাল বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রাম্পের ডেপুটিকে স্বাগত জানান। মার্কিন ভাইস প্রেসিডেন্টকে তিন বাহিনী আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ঊষার তিন সন্তান রয়েছে। ইওয়ান, ব্লেক এবং মেয়ে মিরাবেল ভ্যান্স। ভান্সের দুই ছেলে কুর্তা পরেছিল এবং তার মেয়ের পরনে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। ভ্যান্সকন্যা মিরাবেল পরেছিলেনে ভারতীয় স্যুট। ভ্যান্সের তিন সন্তানের বিমান থেকে নামার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভান্স দম্পতির বড় ছেলে ইভান পরেছে একটি নীল কুর্তা ও তাঁর ভাই বিবেক পরেছিল হলুদ কুর্তা। ভারতের মাটি বিমান ছোঁয়ার পর গার্ড অফ অনারও দেওয়া হয় ভ্যান্সকে। সমস্ত প্রোটোকল শেষ হওয়ার পরেই বিমান থেকে একে একে নেমে আসে ভ্যান্সের তিন সন্তান। ভিডিওতে দেখা গিয়েছে ইভান তার বাবাকে জড়িয়ে ধরে এবং তার পর তার ভাই নেমে আসে। কন্যা মিরাবেলকে কোলে নিয়ে নামান। সেই মিষ্টি মুহূর্তও সকলকে মন কেড়েছে।

আরও পড়ুনঃ JD Vance: মোদীর নৈশভোজে ভান্স! কেন উপেক্ষিত ধনখড়?
তিন সন্তানের মধ্যে কন্যা মিরাবেলের বয়স মাত্র তিন বছর। ভিডিওতে দেখা গিয়েছে মিরাবেল বিমান থেকে নামার সময়ে তাঁর সঙ্গে একজন সহযোগী ছিলন। যিনি মিরাবেলকে সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করেছিলেন। ভ্যান্স (JD Vance) তারপর কন্যা মিরাবেলকে কোলে নিয়ে বিমান থেকে নিচে নামান। বিমান থেকে নেমেই তাঁরা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্যান্স পরিবারের জন্য একটি নৈশভোজের আয়োজন করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট চারদিনের জন্য ভারত সফরে এসেছেন । এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভারতীয় বংশোদ্ভূত। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) আমেরিকা সফরে গিয়েছিলেন । সেসময় ভ্যান্সের সন্তানদের জন্য কাঠের তৈরি ট্রেনের খেলনা সেট এবং ভারতীয় লোকচিত্র সমন্বিত একটি জিগস পাজল উপহার নিয়ে গিয়েছিলেন। যা পেয়ে ব্যপক খুশি হয়েছিলেন ভান্সের সন্তানরা। মোদীও তাঁদের আদরে ভরিয়েছিলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT