নিউজ পোল ব্যুরো: কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও শুরু হয়েছে অস্বস্তিকর (Weather Report)গরম। রবিবার বিকেল থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শহর কলকাতায় দিনের তাপমাত্রা ( Weather Report) পৌঁছেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০-৯০ শতাংশের মধ্যে থাকায় গরমে ( Weather Report) ঘামছে শহরবাসী।
আরও পড়ুন:Bengal Weather Forecast: ফাল্গুনেও শীতের ছোঁয়া!
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,মঙ্গলবারও দক্ষিণবঙ্গে (North Bengal) গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকম থাকবে। মঙ্গলবার থেকে পারদ আরও চড়বে বলে জানানো হয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে তেমন কোনও কালবৈশাখী বা ঝড়বৃষ্টির (Rain Storm) সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু অংশে হালকা বৃষ্টি হলেও গরম থেকে সেভাবে মুক্তি মিলবে না।
আবহাওয়াবিদদের মতে, সপ্তাহের শেষ (Weekend) দিকে পশ্চিমের জেলাগুলিতে শুরু হতে পারে তাপপ্রবাহ। এই সময় তাপমাত্রা একধাক্কায় ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা (Temperature) পৌঁছাতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রি।
উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারেই আলাদা।মঙ্গলবার দার্জিলিং(Darjeeling), জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সব মিলিয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরম (Heat) ও অস্বস্তির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত থাকতে হবে আরও কয়েকদিন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মঙ্গলবার থেকে আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে অনুমান করা হচ্ছে। এই সময়ে তাপমাত্রা দ্রুত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সপ্তাহের শেষে পশ্চিম ভারতের কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।