Modi-Vance Meeting: বৈঠকে মোদি-ভ্যান্স! আলোচনায় দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তি

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজনীতি মানেই কি কেবল গম্ভীরতা আর কূটনৈতিক আলোচনা? কখনও কখনও এক চিলতে হাসি, একটুখানি খুনসুটি আর একরাশ ভালোবাসাও হয়ে ওঠে আন্তর্জাতিক সম্পর্কে উষ্ণতার সেতু। ভারত সফরের শুরুতেই তেমনই এক অন্যরকম দৃশ্যের সাক্ষী রইল নয়াদিল্লি। কূটনৈতিক প্রটোকলের গাম্ভীর্যকে ছাপিয়ে গিয়েছিল এক মানবিক মুহূর্ত। যেন এক স্নেহময় ‘দাদু’র বাড়িতে বেড়াতে এসেছে কিছু খুদে অতিথি—সেই অতিথির নাম মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance)। তার সঙ্গে সপরিবারে ভারতে এসে মন জয় করে নিয়েছেন তার তিন সন্তান—ইওয়ান, বিবেক ও মিরাবেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi Vance Meeting) সঙ্গে তাঁদের ঘরোয়া মুহূর্তের ছবিগুলি এখন গোটা দেশের মন কাড়ছে।

আরও পড়ুন: JD Vance : দিল্লিতে ভারতীয় পোশাকে নজর কাড়ল মার্কিন ভাইস প্রেসিডেন্টের তিন সন্তান

সোমবার সকাল পোনে দশটা নাগাদ দিল্লিতে পা রাখেন জেডি ভ্যান্স (JD Vance)। বিমানবন্দরে তাঁকে ও ‘সেকেন্ড লেডি’কে স্বাগত জানানো হয় নৃত্যের ছন্দে, ঐতিহ্যের আবহে। তবে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রে ছিল তার সন্তানেরা। যারা একেবারে খাঁটি ভারতীয় পোশাকে হাজির হয়। বিবেক ও ইওয়ানের কুর্তা-পাজামা, মিরাবেলের হালকা রঙের চুড়িদার ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান জানায়।

রাতেই ভ্যান্স পরিবার পৌঁছে যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (Modi-Vance Meeting)। সেখানেই ঘটে সেই হৃদয়ছোঁয়া মুহূর্ত। তিন খুদে অতিথির সঙ্গে যেন নিজের নাতি-নাতনিদের মতো মিশে যান প্রধানমন্ত্রী (Narendra Modi)। কোলে বসিয়ে গল্প শোনানো থেকে শুরু করে, উপহার হিসেবে ময়ূরের পালক তুলে দেওয়া—সব কিছুতেই এক আবেগময় দৃশ্য ফুটে ওঠে। খুদেদের খেলাধুলায় সামিল হয়ে প্রধানমন্ত্রী যেন হয়ে উঠলেন এক আদর্শ অতিথিপরায়ণ ‘দাদু’।

এই স্নেহের আবহেই গুরুত্বপূর্ণ আলোচনা (Modi-Vance Meeting) হয় ভারত-আমেরিকা (India-America) দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক নিয়ে। সূত্রের খবর, নয়াদিল্লির প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে মোদি ও ভ্যান্সের মধ্যে। এমনকি চলতি বছরের শেষেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভারত সফরের সম্ভাবনাও উঁকি দিচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই সফরের দ্বিতীয় দিনে ভ্যান্স পাড়ি দেবেন জয়পুরে। যেখানে তিনি আমের ফোর্ট ও অন্যান্য ঐতিহাসিক স্থাপত্য দর্শনের পাশাপাশি রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে বক্তৃতা দেবেন। রাষ্ট্রনীতি ও সংস্কৃতির মেলবন্ধনে এবার নতুন অধ্যায়ের সূচনা যেন নিঃসন্দেহে শুরু হয়ে গেল।