নিউজ পোল ব্যুরো: মধ্যমগ্রামে ট্রলিবন্দি দেহ (Trolley Bag Case ) উদ্ধারের ঘটনায় গোটা শহর জুড়ে ছড়িয়েছিল চাঞ্চল্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উদ্ধার ট্রলিবন্দি যুবতীর দেহ। বাগুইআটি (Baguiati) থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে ট্রলিব্যাগের মধ্যে দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকাল আটটা নাগাদ একজন খবরে কাগজ বিক্রেতা রাস্তার পাশে নালার মধ্যে একটি সুটকেস দেখতে পান। আশেপাশের লোকজন জড়ো হওয়ার পরে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়েই পুলিশ (police) এসে ট্রলিব্যাগের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে। বাগুইআটির দেশবন্ধু নগরে জলা জায়গাতে পড়ে ছিল ট্রলিব্যাগটি। ট্রলিব্যাগ খুলতেই চমকে যায় বাগুইআটি থানার পুলিশ। ভিতরে ছিল এক যুবতীর দেহ। তার মুখ বন্ধ করা ছিল বাদামি রঙের সেলোটেপ দিয়ে। এতেই তদন্তকারীদের সন্দেহ হয়। খুন বলেই অনুমান করছে পুলিশ। কোথা থেকে এল দেহ, কে বা রেখে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুনঃ Modi-Vance Meeting: বৈঠকে মোদি-ভ্যান্স! আলোচনায় দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তি
পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলা ওই এলাকার বাসিন্দা নন। মৃত যুবতীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০-এর মধ্যে বলেই অনুমান পুলিশের। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। খুন করে যে দেহ ট্রলিব্যাগে (Trolley Bag Case ) করে লোপাট করার চেষ্টা করা হয়েছে বলেই অনুমান পুলিশের। কিছু মাস আগেই কলকাতার আহেরিটোলা ঘাটে এক মহিলার ট্রলিবন্দি কাটা দেহ উদ্ধার করা হয়েছিল। অভিযুক্ত মা মেয়ে ছিল মধ্যমগ্রামের বাসিন্দা। সেই ঘটনা নিয়ে রাজ্যজুড়ে কম চর্চা হয়নি। তার পরেও বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেও এক ব্যবসায়ীর দেহ পাওয়া গিয়েছিল ট্রলিব্যাগে। পরপর কলকাতায় এই সমস্ত ঘটনা ঘটায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT