ছুটি রাম নবমীতে, নেই মে দিবসের ছুটি!

আইন কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাই কোর্টের নতুন বছরের ছুটির লিস্টে চমক! মে ডে’তে ছুটি নেই! তবে ছুটি আছে রামনবমীতে।

এই ঘটনায় কলকাতা হাই কোর্টের গেরুয়া করণ হয়েছে বলেই মনে করছেন অনেকেই।
যদিও আইনজীবীরা বলছেন রাম নবমী শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের নয়। রাম নবমীতে অনেকেই বাড়িতে পুজো করেন আর হিন্দু শাস্ত্র মতে এটি একটি বিশেষ দিন তো এই দিনে ছুটি হতেই পারে।
আবার অনেকে বলছেন হাই কোর্টের ছুটি নির্ণয় করেন বিচারপতিরা তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন নির্দিষ্ট ছুটির মধ্যে রাম নবমীকে ঢোকাবেন, সেই কারণেই রয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

যাইহোক মে ডে’র পরিবর্তে রাম নবমীতে কলকাতা হাই কোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি মহল আর তাতেই খানিকটা শোরগোলে উঠলেও আইনজীবীরা সকলেই একমত। তাঁরা জানাচ্ছেন মে ডে হোক বা রাম নবমী কলকাতা হাই কোর্ট ছুটি থাকলে অসুবিধে নেই।