নিউজ পোল ব্যুরো: বৈশাখের তপ্ত রৌদ্রে নিজেদের হকের চাকরি ফেরাতে রাজপথে চাকরিহারারা (SSC Teachers Protest)। প্রায় ২০ ঘন্টার বেশি সময় ধরে এসএসসি (SSC) ভবনের সামনে বসে রয়েছেন যোগ্য চাকরিহারারা। তাঁদের একটাই দাবি যোগ্যদের নামের তালিকা প্রকাশ করা। সোমবার এসএসসি-এর দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পরেও বিক্ষোভের আঁচ বেড়েছে। চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন। সোমবারের রাত কেটেছে সেখানেই। এই আবহেই মেদিনীপুরের সভা থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benrjee)।
মেদিনীপুর থেকে চাকরিদারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “নিশ্চিন্তে স্কুলে যান, যোগ্য-অযোগ্যর লিস্ট নিয়ে ভাবতে হবে না।” এর পরেই তিনি অবস্থানরত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষক-শিক্ষিকারা কেন সারারাত বসে আছেন। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আমি বলেছিলাম আমরা মাইনে পাবেন। আমরা চাকরি দিই, ওরা চাকরি খায়। যারা চাকরি খেয়েছে তাদের ভরসা করবেন না। গ্রুপ সি, ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করব। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। আপনারা ফিরে যান, নিশ্চিন্তে ক্লাস করান। যারা উস্কানি দিচ্ছে তারা বেতন দেয় না, সরকার দেয়। আপনাদের বেতন নিয়ে ভাবতে হবে না।”
আরও পড়ুনঃ Trolley Bag Case : বাগুইআটি থেকে উদ্ধার ট্রলিবন্দি যুবতীর দেহ
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘আমি কাল রাত থেকে ১০ বার ফোন করেছি। আইনের ঊর্ধ্বে উঠে তোঁ কিছু করতে পারিনা কিন্তু আইনত কী করা যায় সেটার চেষ্টা করছি আমরা। আইন মেনে তো চলতে হবে। আমি চাইব না যে আমার রাজ্যে বেকার বাড়ুক। উত্তরপ্রদেশে ৬৯ হাজার চাকরি গেছে। ত্রিপুরায় ১০ হাজার লোকের চাকরি গেছে। কে যোগ্য, কে অযোগ্য আপনাদের দেখার বিষয় নয়। পাশাপাশি চাকরি বাতিল নিয়ে বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে বললেন, “কলকাতায় থাকলে এক মিনিটে সমাধান করতাম।” যদিও এই সব কথায় চিঁড়ে ভিজবে না বলেই জানাচ্ছেন আন্দোলনকারীরা (SSC Teachers Protest)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT