নিউজ পোল ব্যুরো: এসএসসি-র যোগ্য-অযোগ্য (SSC Protest) প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার রাত থেকে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন আধিকারিক। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তালিকা (SSC Protest) প্রকাশ না করা পর্যন্ত তারা সরবেন না। সারা রাত ধরে চলে এই আন্দোলন, যার জেরে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।
তবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) তাদের প্রতি সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই রাজ্য সরকারই একমাত্র আপনাদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই আপনাদের সমস্যাকে গুরুত্ব দিয়েছেন।“আন্দোলনের নামে এমন কিছু করবেন না যাতে সুপ্রিম কোর্টে (Supreme Court) আমাদের রিভিউ পিটিশনের (Review Petition) ভিত্তি দুর্বল হয়ে পড়ে।”
আরও পড়ুন: SSC Protest: অনশনে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা
তিনি আরও বলেন, “সরকার আইনের রাস্তাতেই এগোচ্ছে, এবং ন্যায়বিচারের স্বার্থেই সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।” এর পাশাপাশি বিরোধীদের প্রতি ইঙ্গিত করে তিনি তোপ দেগে বলেন, “কারা চাকরি কেড়ে নিয়েছে, সেটা রাজ্যের মানুষ জানেন। আমরা হারলেও প্রশ্ন হচ্ছে, কে জিতেছে? সেটাও ভাবা দরকার।”
সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর বার্তা পরিষ্কার। রাজনীতি নয়, আইনি লড়াইয়ের ময়দানেই সমাধান খুঁজছে রাজ্য। আন্দোলনকারীদের (SSC Protest) প্রতি তার আবেদন, সরকারি কর্মচ্যুতি নিয়ে রাজনীতির শিকার না হয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া হোক। সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশের নির্দেশ দেয়নি। সেক্ষেত্রে সরকার আইনসম্মত পথেই চলবে। বাকি দায়িত্বও সরকারই নেবে।”শিক্ষামন্ত্রী এটাও স্মরণ করিয়ে দেন যে, “৩১ ডিসেম্বর পর্যন্ত উপযুক্ত প্রার্থীরা কাজ করতে পারবেন, বেতনও পাবেন। কিন্তু প্রশাসনিক কাজ ব্যাহত করে আন্দোলনের পথে হাঁটলে, ক্ষতির মুখে পড়বেন আপনারাই।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ব্রাত্য বসু বলেন,“ভরসা রাখুন রাজ্যের প্রশাসনের উপর। বিভ্রান্তির শিকার হবেন না। রাজনীতি করে নয়, আমরা সমস্যার বাস্তবসম্মত ও আইনি সমাধান চাই।”