Pope Francis: নতুন পোপ কে হবেন? রহস্যে মোড়া এক ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতীক্ষায় বিশ্ব

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রোম (Rome) ভ্যাটিকান সিটি (Vatican City)—বিশ্ব যখন ধীরে ধীরে পোপ ফ্রান্সিসের (Pope Francis) প্রয়াণের শোক কাটিয়ে উঠছে, তখন ক্যাথলিক জগতের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রশ্নটি ভেসে উঠেছে, “কে হবেন পরবর্তী পোপ?” পোপের (Pope Francis) মৃত্যু যেন শুধু একজন ধর্মগুরুর বিদায় নয় বরং তা এক নতুন যুগের সূচনার দ্বারপ্রান্ত।

আরও পড়ুন: Pope Francis: প্রয়াত পোপ ফ্রান্সিস, শেষবার ইস্টারে বার্তা দিয়ে চলে গেলেন চিরতরে

প্রথা অনুযায়ী, পোপের (Pope Francis) মৃত্যুর তিন সপ্তাহের মধ্যে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এই নির্বাচন চলে নিঃশব্দে। গোপনতার চাদরে ঢাকা থাকে প্রতিটি পদক্ষেপ। প্রচার তো দূরের কথা, কে কনক্লেভে পোপ হওয়ার সম্ভাব্য প্রার্থী সেটিও এক রহস্য। তবে সম্ভাব্য দৌড়পথে থাকা কার্ডিনালদের দিকে নজর রেখেছে গোটা বিশ্ব।

প্রধান প্রতিদ্বন্দ্বীরা কারা?
সবচেয়ে আলোচনার বিষয়, কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন (Cardinal Pietro Parolin) বয়স ৭০, যিনি ২০১৩ সাল থেকে ভ্যাটিকানের বিদেশনীতির শীর্ষ দায়িত্বে রয়েছেন।
হাঙ্গেরির কার্ডিনাল পিটার এরদো (Cardinal Peter Erdoğan) , বয়স ৭২, একজন রক্ষণশীল ও মারিয়ান পূজারী হিসেবে পরিচিত।
আরও রয়েছেন কার্ডিনাল লুই অ্যান্তোনিও ট্যাগল (Cardinal Louis Antonio Tagle) , ফিলিপিনো প্রতিনিধি; ইতালির কার্ডিনাল ম্যাত্তেও জুপ্পি এবং যুক্তরাষ্ট্রের রক্ষণশীল কার্ডিনাল রেমন্ড লিও বুর্ক।

মৃত্যুর পরের প্রথা ও প্রক্রিয়া
পোপের মৃত্যুর পরে ক্যামেরলেঙ্গো বর্তমানে কার্ডিনাল কেভিন ফারেল তিনবার পোপকে ডেকে নিশ্চিত হন। তারপর পোপের আঙটি ভেঙে দেওয়া হয়, যাতে বোঝা যায় তাঁর কার্যকাল শেষ। সেন্ট পিটার্স বাসিলিকায় ( St. Peter’s Basilica) পোপের দেহ ৯ দিন শায়িত রাখা হয়। চলতে থাকে বিশেষ প্রার্থনা ও রীতি। অপারেশনের মাধ্যমে তাঁর হৃদপিণ্ডসহ কিছু অঙ্গ সংরক্ষিত হয়। যেগুলি ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দেহাবশেষ হিসেবে বিবেচিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

কিভাবে হয় নির্বাচন?
সিস্টিন চ্যাপেলের দরজা বন্ধ করে কনক্লেভ শুরু হয়। সেখানে একমাত্র কার্ডিনালরাই থাকেন। কেউ প্রবেশ বা প্রস্থান করতে পারেন না যতক্ষণ না সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
ভোট শেষে ব্যালট পুড়িয়ে ধোঁয়ার মাধ্যমে ফল জানানো হয়। কালো ধোঁয়া মানে নির্বাচন হয়নি, সাদা ধোঁয়া মানেই একজন পোপ নির্বাচিত। এই প্রক্রিয়াটি এক মহারহস্যময় আধ্যাত্মিক নাটকের মতো, যার পর্দা উঠবে নতুন পোপের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই।