SSC: যোগ্য শিক্ষকরা যোগ দেবেন কাজে, ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের

breakingnews রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আন্দোলনের গর্জন অবশেষে ফলপ্রসূ—স্কুল সার্ভিস কমিশন (SSC) মেনে নিল প্রার্থীদের ন্যায্য দাবি। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশকে সম্মান জানিয়ে, ‘যোগ্য’ শিক্ষকদের নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধু নিয়োগই নয়, মিলবে নিয়ম অনুযায়ী সম্মানজনক বেতনও।

আরও পড়ুন: SSC Protest: অনশনে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা

স্কুল শিক্ষাদপ্তর (SSC) ইতিমধ্যেই একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, কোন কোন প্রার্থী এই সুযোগ পাচ্ছেন। তালিকা তৈরি হয়ে গেছে এবং তা পৌঁছে গেছে প্রতিটি জেলার সংশ্লিষ্ট দপ্তরে।

এই সিদ্ধান্তে যেমন স্বস্তি এসেছে যোগ্য প্রার্থীদের মধ্যে, তেমনই শিক্ষা ব্যবস্থার প্রতি জনমানসে ফিরে এসেছে আস্থা। বারবার আন্দোলনের পরেও যারা হাল ছাড়েননি। আজকের এই ঘোষণা (SSC) তাদের জয়েরই প্রতিফলন বলে মনে করছেন আন্দোলনকারীরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

স্কুল শিক্ষাদপ্তর (SSC) ইতিমধ্যেই একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, কোন কোন প্রার্থী এই সুযোগ পাচ্ছেন। তালিকা তৈরি হয়ে গেছে এবং তা পৌঁছে গেছে প্রতিটি জেলার সংশ্লিষ্ট দপ্তরে।

এই সিদ্ধান্তে যেমন স্বস্তি এসেছে যোগ্য প্রার্থীদের মধ্যে, তেমনই শিক্ষা ব্যবস্থার প্রতি জনমানসে ফিরে এসেছে আস্থা। বারবার আন্দোলনের পরেও যারা হাল ছাড়েননি। আজকের এই ঘোষণা (SSC) তাদের জয়েরই প্রতিফলন বলে মনে করছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দিলেন, যোগ্য শিক্ষকদের পাশে আছে সরকার। মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই চাকরি হারানো শিক্ষকদের পাশে আছেন। আমরা চাই আপনারা কাজে ফিরুন। আদালতের রায় অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি।”

সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির যারা ‘যোগ্য’ বলে বিবেচিত, তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনরায় স্কুলে যোগ দিতে পারবেন এবং তাঁদের বেতনও চালু থাকবে।

এই নির্দেশ মেনেই স্কুল শিক্ষাদপ্তর জেলা পর্যায়ে তিনটি আলাদা তালিকা পাঠাচ্ছে:
বৈধ প্রার্থীদের তালিকা– যাদের নিয়োগে কোনও সমস্যা নেই।

বিভিন্ন সমস্যা যুক্ত প্রার্থীদের তালিকা– যেমন ওএমআর সংক্রান্ত জটিলতা

সম্পূর্ণ অযোগ্যদের তালিকা – যাদের নিয়োগ বাতিল হয়েছে।

    প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ায় ২৫,৭৫২ জনের চাকরি বাতিল হয়েছিল। এর পরেই মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সময় চেয়ে আবেদন করে, যাতে যোগ্যরা অন্তত কিছুদিন কাজ চালিয়ে যেতে পারেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। সরকার জানিয়েছে, সেই সময়সীমার মধ্যে যোগ্য শিক্ষকরা নিয়ম মেনে কাজ করবেন ও বেতন পাবেন। শিক্ষা দপ্তরের তরফে এখন তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।