নিউজ পোল ব্যুরো: জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা। এই মুহূর্তএ সৌদি আরব সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেদ্দা থেকেই কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam attack ) ঘটনায় খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। সেই সঙ্গেই ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। জঙ্গি হামলায় একজন নিহত এবং ১২ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) কড়া বার্তা দিয়ে বলেছেন, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের রেহাই দেওয়া হবে না।
অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলিতে এক জনের মৃত্যু হয়। ঘটনার পরেই দুই দিনের জন্য জেদ্দা সফরে থাকা প্রধানমন্ত্রী মোদী এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক্স হ্যান্ডেলে নমো লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আমি প্রার্থনা করি। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে।” ফোন করে অমিত শাহকে দ্রুত কাশ্মীরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এই জঘন্য কাজের পিছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে…তাদের রেহাই দেওয়া হবে না! তাদের দুষ্ট এজেন্ডা কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।”
আরও পড়ুনঃ Jammu and Kashmir : কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি
কাশ্মীরের পহেলগাঁওয়ের (Pahalgam attack ) ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। ক্ষোভ উগরে তিনি বলেছেন, “আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের পর্যটকদের উপর এই হামলা কাপুরুষের মতো কাজ। এই হামলাকারীরা অপরাধীরা পশু, অমানবিক। নিন্দার জানানোর কোনও শব্দই যথেষ্ট নয় ওদের জন্য। আমি আক্রান্মদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি আমার সহকর্মী সাকিনা ইতুরের সঙ্গে কথা বলেছি। তিনি আহতদের দেখার হাসপাতালে চলে গিয়েছেন।” এই প্রসঙ্গে উল্লেখ্য, কাশ্মীরে ভয়াবহ জঙ্গী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT